স্টাফ রিপোর্টার ॥ ৬ বছরের শিশুদের তালিকা তৈরি করে বিদ্যালয়ে ভর্তি বাধ্যতামূলক করা হয়েছে। বিনামূল্যে বই বিতরণ করা হচ্ছে। গরিব ও মেধাবি শিক্ষার্থীদের বিভিন্ন প্রকার বৃত্তি-উপবৃত্তির ব্যবস্থা করা হয়েছে। গরিব ও মেধাবি ছাত্রদের ভিজিএফের মাধ্যমে চাউল ও অর্থ প্রদান করা হচ্ছে। কিন্তু আমরা ছেলে-মেয়েদের লেখা পড়ার প্রতি নজর দেই না। গতকাল সোমবার দুপুরে বাহুবল উপজেলা পরিষদ মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন জেলা তথ্য অফিসার সিরাজ উদ-দৌলা খান। এ সময় বাহুবল মডেল প্রেসক্লাবের সাংবাদিকরা ছাড়াও উপজেলা প্রশাসনের কর্মকতার্রা উপস্থিত ছিলেন।
তিনি আরো বলেন, দেশের মানুষ এখন অনাহারে থাকে না। সরকার খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় দরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি মূল্যে চাল বিক্রি করছে। এছাড়াও ভিজিডি, ভিজিএফ এর মাধ্যমে চাউল বিতরণ করা হচ্ছে। সরকার বয়ষ্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা প্রদান করছে। শিশু-কিশোর উন্নয়ন কেন্দ্রের মাধ্যমে ও সরকারি এতিমখানার মাধ্যমে অসহায়া দুস্থদের সহায়তা প্রদান করছে।
তিনি আরো বলেন, আমরা জানি, একটি দেশ বা জাতির মুক্তির জন্য একজন যোগ্য নেতার প্রয়োজন। জাতিরজনক বঙ্গবন্ধু আমাদের সেই কাংখিত মুক্তি এনে দিয়েছেন। একটি দেশ বা জাতির উন্নয়নের জন্যও একজন যোগ্য নেতা প্রয়োজন। আমাদের সেই যোগ্য নেতাও আছে। বর্তমান প্রধানমন্ত্রী যিনি বিশ্বের ১০০ চিন্তাবিদের তালিকায় স্থান করে নিয়েছেন। ডিসিশন মেকার হিসেবে বিশ্বের ১৩ চিন্তাবিদের একজন শেখ হাসিনা। আমরা কেন পারব না? আমাদের কিসের অভাব? আমাদের শুধু জনসচেতনতা বৃদ্ধি ও আচরণগত পরিবর্তন প্রযোজন।