স্টাফ রিপোর্টার ॥ শিশুর ঝগড়াকে কেন্দ্র করে বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের শ্যামপুর গ্রামে টেকা মিয়া ৫৫ নামে এক ব্যক্তিকে কুপিয়ে ক্ষত-বিক্ষত করেছে প্রতিপক্ষের লোকজন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে স্থানীয় লোকজন।
আহত টেকা মিয়া জানান, গতকাল ২টার দিকে টেকা মিয়া পারিবাকি কাজ শেষে বাড়ী ফেরার পথে বালিখাল বাজারে পৌছুলে পূর্ব থেকে উৎপেতে থাকা ফরিদ মিয়া, তার ছেলে মহি উদ্দিন ও আফিল উদ্দিনসহ ৭/৮জন লোক তার উপর হামলা চালায়। এ সময় তিনি আত্মরক্ষায় একটি দোকানে আশ্রয় নিলে সেখানেও হামলায় চালায় প্রতিপক্ষের লোকজন।