স্টাফ রিপোর্টার ॥ শখের ছবিয়ালের উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে শহরের দক্ষিণ শ্যামলী এলাকায় শাইনিং স্টার স্কুলে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলার ভাইস-চেয়ারম্যান অধ্যাপক মোঃ আবিদুর রহমান, বাপা হবিগঞ্জ শাখা সভাপতি অধ্যাপক ইকরামুল ওয়াদুদ, কবি ও লেখক তাহমিনা বেগন গিনি, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, সাংবাদিক শোয়েব চৌধুরী, আইসিডিডিআরবি’র ম্যানেজার আহসান কবির, ডাঃ হাসান রাসেক মাহমুদ, সুন্দরম সহ-সভাপতি বিজন বিহারি দাশ, বাপা হবিগঞ্জ সাধারন সম্পাদক তোফাজ্জল সোহেল, সাংবাদিক সিদ্দিকি হারুন, মঈনুদ্দিন আহমেদ, প্রদীপ দাশ সাগর, রোটারিয়ান তানবিরুল হাসান শ্যামল, শখের ছবিয়াল-এর এডমিন ডাঃ এস. এস. আল-আমিন সুমন, আশরাফুল আজিজ অয়াফি, আশিস দাশ, মাসুক আহমেদ ও শখের ছবিয়ালের সদস্যবৃন্দ।