স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ পৌরসভার থানা রোড এলাকায় জমির দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে শায়েস্তাগঞ্জ থানা রোড এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে- শায়েস্তাগঞ্জ থানা রোডের একটি জমি নিয়ে স্থানীয় ওয়ার্ল্ড ভিশন ক্যাবল নেটওয়ার্ক কর্তৃপক্ষের সঙ্গে শরীফাবাদ গ্রামের ফজলুল হক চৌধুরী সেলিম এর বিরোধ চলে আসছে। সম্প্রতি এক সালিস বৈঠকে বিরোধীয় জমিটি ওয়ার্ল্ড ভিশন ক্যাবল নেটওয়ার্কের বলে প্রমাণিত হয়। এরপর ওই জমিতে ওয়ার্ল্ড ভিশন কর্তৃপক্ষ তাদের কার্যালয় স্থাপন করে। গতকাল ভোর সাড়ে ৪টার দিকে শরীফাবাদ গ্রামের ফজলুল হক চৌধুরী সেলিমের একদল লোক ওয়ার্ল্ড ভিশন কার্যালয় জোরপূর্বক দখলে নেয়। খবর পেয়ে বেলা ১১টায় ওয়ার্ল্ড ভিশনের পরিচালক শায়েস্তাগঞ্জ পৌরসভার কদমতলী এলাকার সোহেল মিয়ার নেতৃত্বে ৫ গ্রামের লোকজন ঘটনাস্থলে গিয়ে শরীফাবাদ গ্রামের লোকজনকে ধাওয়া করে। এ সময় উভয় পক্ষের লোকদের মধ্যে সংঘর্ষ বাধলে অন্তত ২৫ জন আহত হয়। তবে, তাৎক্ষনিকভাবে আহতদের নাম, পরিচয় জানা যায়নি। আধাঘন্টাব্যাপী সংঘর্ষের পর শরীফাবাদ গ্রামের লোকজন পিছু হটে। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার মোজাম্মেল হকের নেতৃত্বে রিজার্ভ পুলিশ ও শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে শায়েস্থাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন জানান- জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।