সোমবার, ৩১ মার্চ ২০২৫, ১২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে সাবেক ছাত্র নেতা সাকিন আহমেদের পক্ষ থেকে ছাত্রশিবিরকে মোটরসাইকেল প্রদান ঈদ আনন্দ নেই জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদ আজমত আলীর পরিবারে নবীগঞ্জে তারেক রহমানের পক্ষ থেকে শহীদ আজমত আলীর পরিবারকে ছাত্রদলের ঈদ উপহার প্রদান শায়েস্তাগঞ্জের মোতাব্বির হোসেন কাজল যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার বানিয়াচং উপজেলা যুবদলের ইফতার ও দোয়া মাহফিল নবীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা, ঈদ মোবারক ঈদগাহে ঈদের জামাত পড়া নিয়ে মতবিরোধ ॥ নবীগঞ্জে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু

দীর্ঘ ৫ বছর পর হবিগঞ্জ জেলা জাতীয় ছাত্র সমাজের সম্মেলন আজ

  • আপডেট টাইম শনিবার, ২৯ অক্টোবর, ২০১৬
  • ৪৮৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সকল জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে ৫ বছর পর জাতীয় পার্টি (এরশাদ) এর ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজ হবিগঞ্জ জেলার শাখার দ্বি বার্ষিক সম্মেলন আজ শনিবার দুপুরে জেলা পরিষদ মিলানায়তনে অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে সম্মেলনকে স্বাগত জেলা জেলা ছাত্র সমাজ নেতৃবৃন্দ প্রবেশ পথে কয়েকটি গেইট ও দুই শতাধিক বিলবোর্ড মাধবপুর থেকে জেলার বিভিন্ন স্থানে সাটিয়েছেন। গেইটও বিলবোর্ডগুলো জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্টপতি হুসেইন মুহম্মদ এরশাদ, সিনিয়র কো- চেয়ারম্যান বেগম রওশান এরশাদ এমপি, কো-চেয়ার‌্যাম জিএম কাদের ও মহা-সচিব এবিএম রুহুল আমিন হাওলাদারের ছবি, প্রেসিডিয়াম সদস্য ও হবিগঞ্জ জেলা আহ্বায়ক মোঃ আতিকুর রহমান আতিকসহ জাপা কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সভাপতি সৈয়দ মোঃ ইফতেকার আহসান হাসান, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিরু এবং ছাত্র সমাজের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জেলা সভাপতির মোস্তাফিজুর রহমান ময়নার ছবি স্থান পেয়েছে।
দলীয় সূত্র জানা গেছে, ২০১৪ সালের দুই ডিসেম্বর জেলা জাতীয় ছাত্র সমাজের সম্মেলনে তারিখ নিধারণ ছিল। কিন্তু ওই দিন প্রধানমন্ত্রীর হবিগঞ্জ আগমন করায় তার সম্মানে সম্মেলন স্থগিত করা হয়। পরবর্তীতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ২০১৫ সালের ৫ ডিসেম্বর সম্মেলনের তারিখ নিধারণ করে দেয়। এ প্রেক্ষিতে সম্মেলনকে স্বাগত জানিয়ে হবিগঞ্জ জেলা জাতীয় ছাত্র সমাজের পক্ষ তোরন নির্মাণ করা হয়। কিন্তু এ সময় পৌর নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী থাকার কারণে নির্বাচনীয় আচারবিধি পড়ায় এ সম্মেলন প্রশাসন স্থগিত করে দেয়। দুই বছর পর এ সম্মেলনকে কেন্দ্র ছাত্র সমাজ নেতৃবৃন্দের মাঝে প্রাণ চাঞ্চলতা ফিরে এসেছে। সম্মেলনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতায় যাদের নাম শুনা যাচ্ছে তারা হলেন-জেলা ছাত্র সমাজের সিনিয়র সহ-সভাপতি জুবায়ের হোসেন জুবেদ, প্রচার সম্পাদক বিপ্লব দেব, বৃন্দাবন কলেজ ছাত্র সমাজ সভাপতি জিএম পলাশ, সাধারণ সম্পাদক পদে জেলা ছাত্র সমাজ নেতা মনিরুল ইসলাম মনির, জেলা ছাত্র সমাজের অর্থ সম্পাদক আমিনুর রহমান মোনতাহার, সাহিত্য সম্পাদক জুনায়েদ আহমেদ এর নাম শোনা যাচ্ছে। তবে জেলা জাতীয় পার্টির সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ছাত্র সমাজের দায়িত্ব পালন করছেন বর্তমান সভাপতি মোস্তাফিজুর রহমান ময়না। এবারের কমিটিতেও তাকে শেষ বারের মত স্থান দিতে চাই জেলা জাপার নেতৃবৃন্দ। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব মোঃ আতিকুর রহমান আতিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুগ্ম মহা-সচিব সাবেক ছাত্র নেতা গোলাম মোহাম্মদ রাজু, সাংগঠনিক সম্পাদক এমএ মুনিম চৌধুরী বাবু এমপি, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ চৌধুরী, আহাদ ইউ চৌধুরী শাহীন, কেন্দ্রীয় নিবার্হী কমিটির সদস্য ও জেলা সদস্য সচিব শংকর পাল। এছাড়াও জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক আব্দুল মোক্তাদীর চৌধুরী অপু, তৌহিদুল ইসলাম তৌহিদ, প্রকৌশলী আব্দুল মুনিম চৌধুরী বুলবুল, মীর জিয়াউল হকসহ জেলা নেতৃবৃন্দ। সম্মেলন উদ্বোধন করবেন ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মোঃ ইফতেকার আহসান হাসান। সম্মেলনে প্রধান বক্তার হিসেবে বক্তব্য রাখবেন ছাত্র সমাজ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরু। জেলা ছাত্র সমাজের সভাপতি মোস্তাফিজুর রহমান ময়না জানান, সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এতে বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com