শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০২:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু ॥ আহত ১৩ হবিগঞ্জে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হুসাইন ॥ কওমী শিক্ষার্থীরা সুযোগ নিতে চাইলে আমরা দিতে প্রস্তুত আছি চুনারুঘাট সীমান্ত এলাকায় ১৬৮ বোতল মদ উদ্ধার শায়েস্তাগঞ্জে মাঠ থেকে ষাটোর্ধ বৃদ্ধের মৃতদেহ উদ্ধার জুমার খুৎবায় মাওলানা তাহের উদ্দিন সিদ্দিকী ॥ সন্তানদের পিছনে খরচ করা দান সাদকার মতোই সওয়াব চুনারুঘাটের মাদক ব্যবসায়ী নাসিরনগরে গ্রেফতার মাধবপুরে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ২৪ ঘন্টায় অর্ধকোটি টাকার মাদক জব্ধ করেছে বিজিবি হবিগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ১৫ পরিবারকে জেলা পরিষদের ২ লাখ টাকা করে আর্থিক অনুদান চুনারুঘাটে ভাইকে পিটিয়ে হত্যা ॥ ছোট ভাই আটক

চুনারুঘাটে পরিবার পরিকল্পনা কর্মকর্তার সভা বর্জন করলেন সকল কর্মচারী

  • আপডেট টাইম বুধবার, ২৮ আগস্ট, ২০১৩
  • ৪৯৭ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আকিব উদ্দিনের ডাকা সভা বর্জন করলেন সকল কর্মচারীবৃন্দ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সকালে উপজেলা হলরুমে ওই কর্মকর্তা সভা আহ্বান করেন। কর্মচারীদের ক্রাইটেরিয়া শিখাতে গিয়ে থার্ড ক্লাস উল্লেখ করেন। ফলে কর্মচারীরা সভা বর্জন করেন। এ খবর মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়লে মাঠ পর্যায়ের পরিবার পরিকল্পনা কর্মচারীদের মাঝে অসন্তোষ দেখা দেয়। পরে পরিবার পরিকল্পনা কর্মচারী ও পেশাজীবি সমন্বয় পরিষদ চুনারুঘাট উপজেলা শাখার সকল কার্যকরী সদস্য ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আবিদা খাতুনের নিকট উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার এহেন আচরণের বিরুদ্ধে অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান তাকে অফিসে ডেকে আনেন এবং কর্মচারীদের সাথে এ ধরণের আচরণ করার কারণ জানতে চান। তবে পরিবার পরিকল্পনা কর্মকর্তা কোন সদুত্তর দিতে পারেননি। এ ব্যাপারে চুনারুঘাট উপজেলা পরিবার পরিকল্পনা সমন্বয় পরিষদের সভাপতি ডাঃ মোঃ মুসলিম উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি কর্মচারীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে বলে জানান এবং সকল কর্মচারীরা বর্তমান পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে বয়কট করার কথা জানান। এদিকে মাঠ পর্যায়ের কর্মচারী সমিতির হবিগঞ্জের জেলা আহ্বায়ক মোঃ খলিলুর রহমান এর সত্যতা স্বীকার করেন।
উল্লেখ্য যে, আবুল কালাম আজাদকে ভোলা জেলার মনপুরা থানায় বদলি করার পর চুনারুঘাটে অতিরিক্ত দায়িত্ব হিসেবে আকিব উদ্দিন যোগদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com