রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
টঙ্গিরঘাটে মসজিদের টাকা নিয়ে সংঘর্ষে আহত শতাধিক শহরে নির্মানাধিন একটি ঘর প্রকাশ্য দিবালোকে ঘুড়িয়ে দেয়া হয়েছে এক্সেভেটর দিয়ে ॥ আটক স্বামী-স্ত্রী কোর্ট স্টেশন রোডে মদিনা কেজি এন্ড হাই স্কুলের ২য় শাখার উদ্বোধন শিকন্দরপুরে শীতার্থদের মাঝে গোলাম আহমদ ফাউন্ডেশনের পক্ষ থেকে কম্বল বিতরণ নোয়াপাড়ায় জয়ন্ত্রিকা ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু নবীগঞ্জে ১২ শতাধিক বনজ ও ফলজ গাছের চারা কর্তন ॥ থানায় অভিযোগ নবীগঞ্জ উপজেলা কাজী সমিতির নির্বাচন সম্পন্ন নবীগঞ্জে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী নাহিদ গ্রেফতার বৈষম্য বিরোধী আন্দোলন বানিয়াচংয়ে ৯ হত্যা মামলায় আওয়ামীলীগ নেতা গ্রেফতার শহরে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী গোবিন্দ গ্রেফতার

কালাউককে সংর্বধনা সভায় এমপি আবু জাহির আপনারা ভোট দিয়ে ছিলেন বলেই আমি এমপি হয়েছি

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০১৪
  • ৪৩৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার। হবিগঞ্জ -লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট  এমপি আবু জাহির বলেছেন- আপনারা ভোট দিয়ে ছিলেন বলেই আজ আমি এমপি হয়েছি। নৌকার পালে নতুন করে যে হাওয়া বাংলার জনগন দিয়েছে তা সকল নেতা কর্মীকে ধরে রাখতে হবে। বাংলাদেশকে আর পিছনে ফিরে তাকানোর সময় নেই। বিগত দিনগুলোতে যেমন বিদ্যুত ও খাদ্য উৎপাদনে, শিক্ষা ও যোগাযোগ ক্ষেত্রে আওয়ামী লীগ সরকার সাফল্য দেখিয়েছে এবার তারই ধারাবাহিকতা ধরে রাখলে ২০৪১ সালেও আওয়ামী লীগের কাছ থেকে কেউ ক্ষমতা নিতে পারবে না। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে টেন্ডারবাজী লুটপাট হয়না। তিনি আরো বলেন হবিগঞ্জের মানুষ সাক্ষী বিএনপি জামাত ক্ষমতায় থাকাকালে টেন্ডারবাজী আর লুটপাটে তারা ব্যস্ত ছিল। উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। গতকাল বিকাল ৩ টায় কালাউক উচ্চ বিদ্যালয় মাঠে লাখাই উপজেলা আওয়ামী  স্বেচ্ছা সেবকলীগ কর্তৃৃক আয়োজিত সংর্বধনা অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে এসব কথা বলেন। লাখাই উপজেলা আওয়ামী  স্বেচ্ছাসেবক-লীগ এর আহব্বায়ক দেলোয়ার হুসেন মান্নার সভাপতিত্বে ও যুগ্ম-আহব্বায়ক কাউছার আহমেদ, নুরুল আলম সোহেল, নাজিম উদ্দিন, রায়হান উদ্দিন, মোঃ ইসমাইল হোসেন তালুকদার, মুনতাহা ভূইয়া খোকন, এর পরিচালনায় বিশেষ অথিতি ছিলেন উপজেলা চেয়ারম্যান রফিক আহমেদ, জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এড. আবুল হাশেম মোল্লা মাসুম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. মুশফিউল আলম আজাদ, চেয়ারম্যান লিয়াকত আলী, চেয়ারম্যান মোক্তার হুসেন বেনু, অমরেন্দ্র রায় প্রমূখ। অনুষ্ঠানে আওয়ামীলীগের আদর্শে ও উন্নয়নে অনুপ্রাণিত হয়ে লাখাই উপজেলা যুব সংহতির নেতা মোঃ আশরাফ উদ্দিন জসিমসহ শতাধিক নেতাকর্মী জেলা আওয়ামীলীগের সভাপতি ও সংসদ সদস্য মোঃ আবু জাহিরকে ফুলের তোড়া দিয়ে আওয়ামীলীগে যোগদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com