স্টাফ রিপোর্টার। হবিগঞ্জ -লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট এমপি আবু জাহির বলেছেন- আপনারা ভোট দিয়ে ছিলেন বলেই আজ আমি এমপি হয়েছি। নৌকার পালে নতুন করে যে হাওয়া বাংলার জনগন দিয়েছে তা সকল নেতা কর্মীকে ধরে রাখতে হবে। বাংলাদেশকে আর পিছনে ফিরে তাকানোর সময় নেই। বিগত দিনগুলোতে যেমন বিদ্যুত ও খাদ্য উৎপাদনে, শিক্ষা ও যোগাযোগ ক্ষেত্রে আওয়ামী লীগ সরকার সাফল্য দেখিয়েছে এবার তারই ধারাবাহিকতা ধরে রাখলে ২০৪১ সালেও আওয়ামী লীগের কাছ থেকে কেউ ক্ষমতা নিতে পারবে না। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে টেন্ডারবাজী লুটপাট হয়না। তিনি আরো বলেন হবিগঞ্জের মানুষ সাক্ষী বিএনপি জামাত ক্ষমতায় থাকাকালে টেন্ডারবাজী আর লুটপাটে তারা ব্যস্ত ছিল। উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। গতকাল বিকাল ৩ টায় কালাউক উচ্চ বিদ্যালয় মাঠে লাখাই উপজেলা আওয়ামী স্বেচ্ছা সেবকলীগ কর্তৃৃক আয়োজিত সংর্বধনা অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে এসব কথা বলেন। লাখাই উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক-লীগ এর আহব্বায়ক দেলোয়ার হুসেন মান্নার সভাপতিত্বে ও যুগ্ম-আহব্বায়ক কাউছার আহমেদ, নুরুল আলম সোহেল, নাজিম উদ্দিন, রায়হান উদ্দিন, মোঃ ইসমাইল হোসেন তালুকদার, মুনতাহা ভূইয়া খোকন, এর পরিচালনায় বিশেষ অথিতি ছিলেন উপজেলা চেয়ারম্যান রফিক আহমেদ, জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এড. আবুল হাশেম মোল্লা মাসুম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. মুশফিউল আলম আজাদ, চেয়ারম্যান লিয়াকত আলী, চেয়ারম্যান মোক্তার হুসেন বেনু, অমরেন্দ্র রায় প্রমূখ। অনুষ্ঠানে আওয়ামীলীগের আদর্শে ও উন্নয়নে অনুপ্রাণিত হয়ে লাখাই উপজেলা যুব সংহতির নেতা মোঃ আশরাফ উদ্দিন জসিমসহ শতাধিক নেতাকর্মী জেলা আওয়ামীলীগের সভাপতি ও সংসদ সদস্য মোঃ আবু জাহিরকে ফুলের তোড়া দিয়ে আওয়ামীলীগে যোগদান করেন।