নুরুল আমিন, চুনারুঘাট থেকে ॥ সংরক্ষিত বনের পর নিঃশেষ হয়ে গেছে সামাজিক বনায়নের কোটি কোটি টাকার বৃক্ষ। ৭/৮ বছর পূর্বে সরকারী টাকায় চুনারুঘাটের বিভিন্ন সড়কের পাশে ওইসব গাছের চারা রোপন করা হয়েছিল। দ্রুত বর্ধক এ গাছ দেখতে দেখতে মুল্যবান গাছে পরিণত হয়। এরপর থেকে এলাকার একটি সংঘবদ্ধ গাছ চোর চক্র রাতের আধারে এ বৃক্ষ কেটে চুনারুঘাটে ব্যাঙের ছাতার মত গজিয়ে উঠা স’মিল গুলোতে বিক্রি শুরু করে। এতে সহায়তা করে রাজনৈতিক ছত্রছায়ায় থাকা কথিত ছাত্র-যুবনেতারা। বন বিভাগের বিশেষ টহল বাহিনীকে বখরা দিয়ে চোরেরা চালায় এসব অপকর্ম। পুলিশী টহলে মাঝে-মধ্যে কিছু গাছ আটক হলেও পরে তা উধাও হয়ে যায় থানা থেকে। পরিবেশবাদিরা জানান, উপজেলার ছোট-বড় ১৫টি সড়কের ৪০ কিলোমিটার এলাকা জুড়ে এক সময় শুভা পেত সামাজিক বনায়নের গাছ। সেসব গাছ এখন আর চোখে পড়েনা। প্রত্যক্ষদর্শীরা জানান, নালমুখ বাজার থেকে কয়েক কিলোমিটার উত্তরে সৃজিত কোন গাছ আর অবশিষ্ট নেই। এমনিভাবে গাজীগঞ্জ, হাইতন, রানীগাও, পাচারগাও, হাকাজুরা, সাটিয়াজুড়ি, পাকুরিয়া, সতং, শাকির মোহাম্মদসহ ১০/১৫টি স্থান থেকে কেটে নেয়া হয়েছে বৃক্ষ। চোরেরা রাজনৈতিক দলের সাথে জড়িত থেকে এসব অপকর্ম হালাল করেছে। স্থানীয়রা জানান, ফ্রি লাইসেন্স-এর নামে চুনারুঘাটে বিগত ৩০ বছর ধরে ঢাক-ঢোল পিটিয়ে গাছের ব্যবসা চলছে। এখানে রয়েছে গাছ কেনা-বেচা’র সিন্ডিকেট। ওই সিন্ডিকেটের সাথে বন বিভাগ ও গাছ চোরের রয়েছে সখ্যতা। রয়েছে ৪০টির মত কাঠ চেরাই করাতকল। করাতকল থেকে বন বিভাগ মাসোয়ারা আদায় করছে যুগ যুগ ধরে। চুনারুঘাটে বিগত সময়ে যৌথবাহিনী কাঠ উদ্ধার করতে গিয়ে ওই সিন্ডিকেটের দ্বারা নাজেহাল হয়েছে। বর্তমানে কাঠ পাচারের বিরুদ্ধে কেউ অভিযান পরিচালনা করতে সাহস পাচ্ছেনা। সবার চোখের সামনেই চলছে এ অপকর্ম। গত রবিবার যৌথ বাহিনী রানীগাও ইউনিয়নের রানীগাও গ্রামের আঃ হাই’র বাড়ী থেকে সমাজিক বনায়নের ৪টি চোরাই গাছ উদ্ধারের পর গড ফাদারদের আড়াল করে ৯ জনের নামে মামলা করা হয়েছে।