এক্সপ্রেস ডেস্ক ॥ ২৭ ফেব্র“য়ারী দ্বিতীয় ধাপে চুনারুঘাট উপজেলাসহ ১১৭টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশনের (ইসি) বৈঠক শেষে তিনি এই তফসিল ঘোষণা করেন।
নতুন তফসিল অনুযায়ী আগামী ২৭ ফেব্র“য়ারি দ্বিতীয় দফায় এ নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ২ ফেব্র“য়ারি, যাচাই বাছাই হবে ৪ ফেব্র“য়ারি এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১১ ফেব্র“য়ারি। এসব নির্বাচনে সেনা মোতায়েন থাকবে বলে জানা গেছে।
এর আগে ঘোষিত তফসিল অনুযায়ী ১০২ উপজেলায় ১৯ জানুয়ারি নির্বাচন হবে।