প্রেস বিজ্ঞপ্তি ॥ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক এমপি শাম্মি আক্তার জামিন লাভ করায় জেলা ছাত্রদল সদস্য খন্দকার খুর্শেদ আলম সুজনের নেতৃত্বে তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। শাম্মী আক্তারের ঢাকাস্থ বাসভবনে এ শুভেচ্ছা বিনিময়কালে অন্যান্যর মাঝে উপস্থিত ছিলেন মোস্তাফিজুর রহমান, এনামুল হক, খন্দকার লুৎফুর রহমান, রুমন আহমেদ, খাইরুল, মোস্তফা আলী, আব্বাস প্রমূখ। উল্লেখ্য সাবেক এমপি শাম্মী আক্তার আওয়ামীলী সরকারের হয়রানী মূলক রাজনীতি মামলায় প্রায় ১মাস কারাভোগের পর গত বুধবার জামিন লাভ করেন।