স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে ২নং পুল এলাকা থেকে ইয়াবাসহ দুই ভূয়া সাংবাদিক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০৪ পিস যৌন উত্তেজক ইয়াবা ট্যাবলেটসহ জাতীয় পত্রিকার ৪টি ভূয়া কার্ড উদ্ধার করা হয়। তবে তাদের গডফাদার পালিয়ে যায়। গতকাল সোমবার দুপুরে ডিবির এসআই আব্দুল করিম ও সুদ্বীপ রায়ের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। আটক মাদক ব্যবসায়ীরা হল, বহুলা গ্রামের মৃত আলা উদ্দিন খানের পুত্র ভূয়া সাংবাদিক কামাল খান ওরফে ফয়সল (৩০) ও সুলতান মাহমুদপুর এলাকার আব্দুল মন্নাফের পুত্র আব্দুর রহিম (৩৪)। এ সময় তাদের কাছ থেকে উল্লেখিত ইয়াবা ও জাতীয় দৈনিকের বিভিন্ন পত্রিকার ৪টি ভূয়া কার্ড উদ্ধার করা হয়। এসআই সুদ্বিপ রায় জানান, আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদকের মামলা রয়েছে। তারা সাংবাদিকের ভূয়া কার্ড ব্যবহার করে আখাউড়া থেকে লাখাই-নাসিরনগর সড়ক দিয়ে ইয়াবা হবিগঞ্জে এনে তাদের গডফাদারের নিকট হস্তান্তর করে। এসব মাদক পাইকারীভাবে হবিগঞ্জসহ বিভিন্নস্থানে বিক্রি করে। এ বিষয়ে পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করেছে।