মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের উত্তর বেজুড়া গ্রামে গতকাল সোমবার সকালে পুকুরের পানিতে ডুবে ২ বছরের শিশু নিহত হয়েছে।
হাসপাতাল ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়-উপজেলার জগদীশপুর ইউনিয়নের উত্তর বেজুড়া গ্রামের রউফ মিয়ার মেয়ে আয়েশা আক্তার সোমবার সকাল সোয়া ১০টার দিকে খেলা করার এক ফাকে ঘরের পার্শ্বে পুকুরের পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে তার স্বজনরা খোঁজাখুঁজি করে পুকুর থেকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।