চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে দুই মাদকসেবীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার সন্ধ্যায় পৌর শহরের দক্ষিণ বাসস্ট্যান্ড থেকে মদ পান করে মাতলামী করার সময় তাদেরকে থানা পুলিশ আটক করে। আটককৃতরা হল শ্রীমঙ্গল উপজেলার বাদালিংক গ্রামের বীরেন্দ্র দেবের পুত্র নির্মল দেব (৪০) ও সবুজবাগ এলাকার কেন্দ্রলাল দাসের পুত্র মতিলাল দাস (৩৫)। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মোঃ মসিউর রহমান সন্ধ্যায় ভ্রাম্যমান আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়।