স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার কাশিরামপুর গ্রামে এক কিশোরীকে গণধর্ষণ করেছে একদল লম্পট। এ সময় ওই কিশোরীর ভাই এক লম্পটকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। রবিবার রাত ৯টায় এ ঘটনা ঘটে।
জানা যায়, ওই গ্রামের ব্যক্তির কন্যা ওলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী ওই সময় তার চাচার ঘরে কিরণ মালা দেখে যাচ্ছিল। এ সময় একই গ্রামের মজিদ মিয়ার পুত্র লম্পট খোকন মিয়া (১৮), আব্দুল হাকিমের পুত্র সুমন মিয়া (১৯) ও জামির মিয়ার পুত্র চাঁন মিয়া (২০) তাকে অস্ত্রের মুখে জিম্মি করে তুলে নিয়ে যায়। পরে গ্রামের একটি মাঠে নিয়ে তাকে পালাক্রমে ধর্ষণ করে। এদিকে বাড়িতে ওই কিশোরীকে না পেয়ে বিভিন্ন স্থানে খোজাঁখুজি করে ঘটনার স্থান থেকে লম্পট খোকনকে আটক করে। এ সময় সুমন ও চাঁন মিয়া পালিয়ে যায়।
এ ব্যাপারে বাহুবলে থানার ওসি মনিরুজ্জামান জানান, খোকনকে ধর্ষিতার ভাই সোহাগ আটক করে পুলিশে সোপর্দ করে। এ ব্যাপারে সোহাগ বাদি হয়ে মামলা করেছে এবং ওই কিশোরীকে ডাক্তারী পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।