স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার গাজীপুর থেকে আব্দুল কদ্দুছ (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় তার কাছ থেকে ৮ বোতল ভারতীয় অফিসার চয়েজ উদ্ধার করা হয়। গতকাল সোমবার রাত ৯টার দিকে ডিবির এসআই ইকবাল বাহারের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে উল্লেখিত মাদক উদ্ধার করা হয়। সে ওই গ্রামের আব্দুল খালেকের পুত্র। পুলিশ জানায় তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।