প্রেস বিজ্ঞপ্তি ॥ নাতিরাবাদ বসুন্ধরা সংসদ আয়োজিত নাইট ক্রিকেট টুর্ণামেন্টে দ্বিতীয় বারের মতো চ্যাম্পিয়ান হয়েছে হবিগঞ্জ পৌর এলাকার হরিপুর স্পোটিং ক্লাব। গত বুধবার বসুন্ধরা সংসদ আয়োজিত ফাইনাল রাউন্ডে অংশগ্রহণ করে উমেদনগর টাইটান ক্লাব ও হরিপুর স্পোটিং ক্লাব। খেলায় প্রথমে উমেদনগর টাইটান ক্লাব ব্যাটিং করে ১০৫ রান সংগ্রহ করে। ১০৫ রানের টার্গেট নিয়ে ৪ ইউকেট হাতে রেখেই জয়ের লক্ষে পৌছে হরিপুর স্পোটিং ক্লাব।
খেলা শেষে বিজয়ী দল হরিপুর স্পোটিং ক্লাবের হাতে প্রথম পুরস্কার ১টি ফ্রিজ তুলে দেন হবিগঞ্জ-লাখাই আসনের সাংসদ আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির। এ সময় হরিপুর স্পোটিং ক্লাবের উপদেষ্ঠা হাজী মোঃ রমিজ আলী, হাজী মোঃ ফিরুজ আলী, আব্দুল হক, হাজী চান মিয়া, হাজী আব্দুল হাসিম, মোঃ আলী রহমান খাঁন।
হরিপুর স্পোটিং ক্লাবের সভাপতি মোঃ বাছিত খাঁন, মোঃ কাজল মিয়া, মোঃ শাহ আলম চৌধুরী, মঞ্জুর উদ্দিন মঞ্জু, বাহার আলী, জাহাঙ্গীর আলম, শামীম, কাছম, জয়নাল, বুলু, মিনত আলী, আক্কাছ আলী প্রমূখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বছরও নাতিরাবাদ বসুন্ধরা সংসদ আয়োজিত নাইট ক্রিকেট টুর্ণামেন্টের চ্যাম্পিয়ান হয় হরিপুর স্পোটিং ক্লাব।