চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে গাছ চুরিসহ ৮টি মামলার পলাতক আসামী গরু ব্যবসায়ী শাহরাজ মিয়া রিপন (৩৭)কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে যাত্রাগাঁও গ্রাম থেকে চুুনারুঘাট থানা পুলিশ গ্রেফতার করে। তিনি ওই গ্রামের শাহজাহান মিয়া ছেলে।
পুলিশ সূত্রে জানায় যায়, ওই রাতে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার এএসআই দেলোয়ার হোসাইনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার গাজীপুর ইউনিয়নের যাত্রাগাঁও গ্রাম থেকে রিপনকে গ্রেফতার করে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে গাছ চুরি, ভারতের থেকে পাচার হওয়া গরু বিক্রি করা ও স্থানীয় চোরাই গরু বিক্রিসহ বিভিন্ন অভিযোগে জিআর ও সিআর তালিকাভুক্ত মামলা রয়েছে।