স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার ৮নং খাগড়াউড়া ইউনিয়নের রূপসপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বি আলহাজ্ব তৈয়ব উদ্দিন (সওদাগর মিয়া) ইন্তেকাল করেছেন (ইন্নলিল্লহি….রাজিউন)। গতকাল দুপুর ১টা ১০ মিনিট নিজ গ্রামের বাড়ীতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
মরহুমের বড় ছেলে মোঃ নজির মিয়া জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। দ্বিতীয় ছেলে মোঃ আলাউদ্দিন খাড়াউড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন। তৃতীয় ছেলে এডভোকেট জালাল উদ্দিন চট্টগ্রাম জজ কোর্টে আইন পেশায় নিয়োজিত ও ৪র্থ ছেলে মোঃ কামাল উদ্দিন ব্যবসায় নিয়োজিত আছেন।
আজ সকাল ১০টায় রূপসপুর ঈদগাহ মাঠে মরহুমের জানাযার নামায অনুষ্ঠিত হবে। এতে সর্বস্তরের মুসল্লীদের উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষে থেকে দাওয়াত করা হয়েছে।