স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার ৬নং কুর্শি ইউনিয়নের খনকারিপাড়া গ্রামের কালা মিয়ার পুত্র আবু বক্কর ও তার পুত্র রেজাউল মিয়াকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ভূমি সংক্রান্ত একটি মামলায় হাজিরা দিতে গেলে গতকাল রবিবার হবিগঞ্জ চীফ জুটিশিয়াল ম্যাজিষ্ট্রেট নিশাত সুলতানা তাদের জেল হাজতে প্রেরণের আদেশ দেন।
উল্লেখ্য, এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ৪/৫ মাস পূর্বে গ্রামের মৃত ফিরুজ মিয়ার পুত্র জুয়েল আহমদদের সাথে জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে তাদের মধ্যে একাধিক মামলা মোকদ্দমা রয়েছে। একটি মামলায় গতকাল হাজিরা দিতে গেলে বিজ্ঞ আদালত পিতা-পুত্রকে জেল হাজতে প্রেরণ করেছে।