নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউপির এনাতাবাদ- নবীগঞ্জ কলেজ রোডে যাত্রী ছাউনীর উদ্বোধন করেছেন ইউপি চেয়ারম্যান আলী আহমদ মুসা। এলজিএসপি এর অর্থায়নে গত শুক্রবার সকালে যাত্রী ছাউনী উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি আওয়ামীলীগ সভাপতি নুর মিয়া, সাধারণ সম্পাদক কামাল হাসান চৌধুরী, প্যানেল চেয়ারম্যান-১ ফারছু মিয়া, যুবলীগ নেতা ইয়াকুব মিয়া, আওয়ামীলীগ নেতা মেম্বার আঃ ছুবান, সংরক্ষিত মহিলা মেম্বার শাহ সোরাইয়া বকস, রাজিয়া বেগম, চালু মিয়া, মুক্তিযোদ্ধা সন্তান মকবুল হোসেন, মুসানগর জামে মসজিদের ইমাম আকবর আলী প্রমুখ।