নবীগঞ্জ প্রতিনিধি ॥ মুক্তিযুদ্ধের সাব-সেক্টর কমান্ডার ও সাবেক এমপি মাহবুবুর রব সাদীর মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করেছেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ ও উপজেলা সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। শোক জ্ঞাপনকারীরা হলেন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি নারায়ন রায়, কালীপদ ভট্টাচার্য্য, বাদল কৃষ্ণ বনিক, সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, উপজেলা সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি শামীম আহমদ চৌধুরী, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক মোঃ রুবেল মিয়া, সার্কেল শিক্ষা সেবা ও প্রশিক্ষণ কেন্দ্রের সিইও মোঃ সাইফুর রহমান খান, তরুণ সংঘের সভাপতি শ্যমাল কুমার পাল, সাধারন সম্পাদক প্রবীর পাল, জীবন ভট্টাচার্য্য, নারায়ন পাল প্রমূখ। শোক জ্ঞাপনকারীরা তার আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।