নবীগঞ্জ প্রতিনিধি ॥ গতকাল বৃহস্পতিবার সকালে নবীগঞ্জ উপজেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকতার সভাকক্ষে নির্বাহী অফিসার মোহাম্মদ লুৎফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য এম এ মুনিব চৌধুরী বাবু। বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান শিরিন আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আর্ধেন্দু দেব, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, প্রেসক্লাব সভাপতি এটিএম নুরুল ইসলাম খেজুর, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রবীন্দ্র নাথ দাশ, ওসি জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির সভাপতি ছাবির আহমেদ চৌধুরী, ইউপি চেয়ারম্যান ইজাজুর রহমান, সমর চন্দ্র দাশ, মেহের আলী মহালদার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল প্রমূখ। সভায় নবীগঞ্জে চুরির প্রবনতা বন্ধে উপজেলা বিভিন্ন হাট বাজারে মাদকাসক্ত ও জুয়ারীদের গ্রেফতার ও ভেজাল বিরোধী অভিযানের উপর গুরাত্বরোপ করা হয়।