স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের অনন্তপুর এলাকায় শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে দুই দলের সংঘর্ষে মহিলাসহ ৫ জন আহত হয়েছে। গতকাল শনিবার দুপুরে এ সংঘর্ষ হয়। আহত সুত্রে জানা যায, ওই গ্রামের কামাল মিয়ার সাথে সিএনজি চালক মোখলেছ মিয়ার শিশুদের ঝগড়া নিয়ে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে কামাল ও তার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখলেছ মিয়ার বাড়িঘরে হামলা ও ভাংচুর চালায়। এ সময় মুখলেছ মিয়া প্রতিবাদ করলে দুই পক্ষে সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় মুখলেছ মিয়া (৪০), মিনারা (২৫) ও কুলসুমা (৩০) কে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।