প্রেস বিজ্ঞপ্তি ॥ গত বৃহস্পতিবার সকালে আহলে সুন্নাত ওয়াল জামায়াত সমন্বয় পরিষদ বানিয়াচং উপজেলা কমিটি গঠনকল্পে এক সাধারণ সভা মোঃ শামছুল হক তালুকদার এর সভাপতিত্বে দানিয়ালপুর জামে মসজিদে অনুষ্ঠিত হয়। উপজেলার সকল ইউনিয়নের শতাধিক প্রতিনিধির উপস্থিতিতে সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা সভাপতি আলহাজ্ব মোঃ রইছ মিয়া। বিশেষ অতিথি ছিলেন, সেক্রেটারী অধ্যক্ষ গোলাম সরওয়ার ও সাংগঠনিক সম্পাদক কাজী এম এ জলিল। মুফতি ডাঃ তাহের উদ্দিনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ১নং থেকে ১৫নং ইউপির নির্বাচিত প্রতিনিধি ও নেতৃবৃন্দ। সবশেষে নির্বাচন কমিশনের মাধ্যমে ৫১ সদস্য বিশিষ্ট বানিয়াচং উপজেলা কমিটি ঘোষণা করা হয়। কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন, মোঃ সামছুল হক তালুকদার, সভাপতি মোঃ আলাউদ্দিন সর্দার, মাওঃ আব্দুল মালেক, মাওঃ মোঃ মোতাহিরুল ইসলাম, মোঃ আশিক মিয়া, হাজী মোঃ ইব্রাহিম, মোঃ জালাল উদ্দিন, মোঃ শাহেদ আলী- সহ সভাপতি, মাওঃ আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক, কাজী আঃ লতিফ নজমুল ও মাওঃ মোঃ আব্দুল আজিজ- সহ সম্পাদক, মাওঃ সৈয়দ আহমদ সাংগঠনিক সম্পাদক, মাওঃ শাহ নূর আলম- সহ সাংগঠনিক, মোঃ নুরুল হক মুন্সি- কোষাধ্যক্ষ, হাফেজ মোঃ ফজলুল হক প্রচার সম্পাদক, মাওঃ মোঃ নাসির উদ্দিন সহ-প্রচার সম্পাদক, মাওঃ আঃ রউফ-দপ্তর সম্পাদক, মাওঃ আব্দুল মজিদ- সহ দপ্তর সম্পাদক, মাওঃ আবু সাঈদ-প্রকাশনা সম্পাদক, মোঃ মোবাশ্বির হোসেন-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, এডঃ আবুল আজাদ- আইন বিষয়ক সম্পাদক, মোঃ আব্দুল কদ্দুছ- কৃষি বিষয়ক সম্পাদক, মাওঃ হুসাইন আহমদ-সমাজকল্যাণ সম্পাদক, মাওঃ আঃ কাইয়ুম- প্রশিক্ষণ সম্পাদক এবং প্রত্যেক ইউনিয়নের কর্মঠ ও নির্বাচিত নেতৃবৃন্দকে নির্বাহী সদস্য করা হয়। এছাড়া বিশিষ্ট মুরুব্বী ও প্রবীণ আলেমদেরকে নিয়ে একটি বলিষ্ট উপদেষ্টা কমিটিও গঠন করা হয়। আগামী ১ মাসের মধ্যে সকল ইউনিয়ন কমিটি গঠনপূর্বক অনুমোদিত তালিকা জেলা কমিটির কাছে জমাদানের জন্য দায়িত্ব দেওয়া হয়।