প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ পৌর এলাকার আনমনু শাপলা যুব সংঘের উদ্যোগে ১১তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল সফল করার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যা ৭টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সিনিয়র সদস্য আব্দুল কদ্দুছের সভাপতিত্বে ও কুতুব উদ্দিন মাখনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মোঃ মীর জাহান মিয়া, মোঃ রাজু মিয়া, জোবায়ের আহমেদ সুমন, মোঃ কামাল মিয়া, জহিরুল ইসলাম সোহেল, মোঃ আঙ্গুর মিয়া, মন্নান মিয়া, মোশাররফ হোসেন, বাবলু মিয়া, কাজল মিয়া, মোহন মিয়া। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ রুনু মিয়া, মোঃ মানিক মিয়া, জুবেল মিয়া, সবুজ মিয়া, মোঃ সোহন মিয়া, এনাম উদ্দিন, জেসন মিয়া, মোঃ রুজন মিয়া, সাজন মিয়া, প্লাবন মিয়া, আলী হোসেন, মোঃ জাসেদ মিয়া, মোঃ সুজন মিয়া, মোঃ নিপু মিয়া, মিঠু মিয়া, রিমন, প্রবীন আহমেদ, নোবেল মিয়া, ফেরদৌস আহমেদ প্রমুখ। সভায় আগামী ২৬ নভেম্বর অনুষ্ঠিতব্য তাফসীরুল কোরআন মাহফিল সফল করার লক্ষ্যে সর্বসম্মতিক্রমে মীর জাহান মিয়াকে প্রধান করে ১৫সদস্য বিশিষ্ট উপদেষ্ঠা কমিটি এবং কুতুব উদ্দিন মাখনকে সভাপতি ও সোহেদ আহমেদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৩১ সদস্য বিশিষ্ঠ মাহফিল পরিচালনা কমিটি গঠন করা হয়। উপদেষ্ঠা কমিটির অন্যান্য সদস্যরা হলেনÑআব্দুল কদ্দুছ, রাজু মিয়া, কামাল মিয়া, রুনু মিয়া, জোবায়ের আহমেদ সুমন, আঙ্গুর মিয়া, জহিরুল ইসলাম সোহেল, মন্নান মিয়া, কাজল মিয়া, লিটন মিয়া, বাবলু মিয়া, রাশেদ মিয়া, সবুর আহমেদ, শাহনেওয়াজ। পরিচালনা কমিটির অন্যান্য সদস্যরা হলেনÑমোঃ হারুন মিয়া, এলেমান আহমেদ, ওয়াসীম আহমেদ, জোলন উল্লা, সাইফুর রহমান বাবু, মহসীন মিয়া-১, মহসীন মিয়া-২, সেফু মিয়া, মোঃ ছনি মিয়া, মোঃ জীবন মিয়া, মোঃ ইব্রাহীম, মোঃ নাবিদ মিয়া, আলাল আহমেদ, মোঃ সাবের, তাহির আলী, সাগর মিয়া-১, সাগর মিয়া-২, জিকু মিয়া, অন্তর মিয়া, শিশির আহমেদ, শ্রাবন মিয়া, ঝিনুক মিয়া, মোঃ পিয়াস, তন্ময় আহমেদ, রাহাত মিয়া, মোঃ নাজু মিয়া, তারেক মিয়া, মোঃ আপন, লোপন মিয়া।