স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কে শাহপুর এলাকায় মোটরসাইকেল উল্টে নুর আলম (৩০) নামের এক যুবলীগ কর্মী আহত হয়েছেন। তিনি হরিতলা গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন যুবলীগের সদস্য। গতকাল শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, নুর আলম মাধবপুরে যাওয়ার জন্য মোটরসাইকেলযোগে রওয়ানা হন। মোটরসাইকেলটি উল্লেখিত স্থানে পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে তিনি আহত হন।