শায়েস্তগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর গ্রামের বাসিন্দা শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকার শ্রমিক নেতা আবু তাহের বাদশা মিয়া আর নেই। তিনি শুক্রবার দিবাগত রাতে নিজবাড়িতে ইন্তেকাল করেন (ইন্না..রাজিউন)। শনিবার বাদ জোহর লস্করপুর ঈদগাহ মাঠে তার জানাজার নামাজ শেষে দাফন করা হয়। এতে শত শত মুসল্লী অংশগ্রহণ করেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শায়েস্তাগঞ্জ রিপোর্টাস ক্লাব সভাপতি মোঃ মামুন চৌধুরী, সহ-সভাপতি নুর উদ্দিন সুমন, সাধারণ সম্পাদক হামিদুল হক বুলবুল, সমাজসেবক মোঃ কামাল মিয়া প্রমুখ।