স্টাফ রিপোর্টার ॥ ময়মনসিহের নান্দাইলে মুমূর্ষু অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকা সেই বৃদ্ধা ঠগর রানী সাহাকে (৬৫) হাসপাতাল থেকে নিতে আসছে ছেলে দেবাশীষ সাহা। পাশপাশি নিজের আচরণের জন্যে মাসহ দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন দেবাশীষ। ঠগর রাণী সাহা বর্তমানে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। তাকে দেখতে শত শত মানুষের ভিড় করছে। তার উন্নত চিকিৎসায় এগিয়ে আসছে বিভিন্ন সামাজিক সংগঠন ও সমাজ সেবকরা।
সংবাদকর্মীদের মাধ্যমে খবর পেয়ে নান্দাইল মডেল থানা পুলিশ বৃহস্পতিবার উপজেলার নান্দাইল চৌরাস্তা-আঠারবাড়ী সড়কের বাশঁহাটি রাস্তার পাশ থেকে ঠগর রাণী সাহাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। বৃদ্ধার অভিযোগ, তার ছেলে দেবাশীষ সাহা তাকে ফেলে রেখে চলে যায়। তিনি হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জের নিতাই সাহার স্ত্রী।
এ ব্যাপারে জানতে চাইলে দেবাশীষ সাহা হবিগঞ্জ থেকে শুক্রবার সন্ধ্যায় মোবাইল ফোনে বলেন, ‘আমি আসছি আমার মাকে নিয়ে যেতে। মায়ের সঙ্গে যে ঘটনাটি ঘটেছে সেজন্যে অনুতপ্ত জানিয়ে তিনি বলেন, এরই মধ্যে তিনি হবিগঞ্জ থেকে রওনা দিয়েছেন।