স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের আউশকান্দি- হীরাগঞ্জ বাজারে ও সৈদপুর বাজার প”থক দুটি অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালত ৬টি ব্যবসা প্রতিষ্টান থেকে ৯ হাজার ৯শত টাকা জরিমানা আদায় করে। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে গতকাল বিকালে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার লুৎফর রহমানের নেতৃত্বে এ সময় তার াসথে ছিলেন, বিএসটিআই এর সিলেট বিভাগীয় সহকারী পরিচালক কাওছার আহমেদ খাঁন, বিএসটিআই এর ইঞ্জিনিয়ার সুশী কাš- দাশ, গোপলার বাজার তদš-কেন্দ্রের আইসি আব্দুল কালাম আজাদ প্রমূখ। পচাঁ,বাসী, মেয়াদ উর্ত্তীণ, ওজনে কারচুপি সহ ভোক্তা অধিকার আইন অমান্যকারীদের বিরোদ্ধে ভ্রাম্যমান আদালতের সারাশী অভিযানকে সাধুবাদ জানায় ক্রেতা সহ সচেতন বিক্রেতারা। ভ্রাম্যমান আদালতের কঠোর নির্দেশে আউশকান্দি- হীরাগঞ্জ বাজারের কতিপয় ব্যবসায়ীদের নানা অনিয়মের বিরোদ্ধে ১ সপ্তাহের আল্টিমেটাম দিয়েছে প্রশাসন। ১ সপ্তাহের মধ্যে সঠিক নিয়মে ব্যবসার অঙ্গিকার ব্যক্ত করেন ব্যবসায়ীরা।