স্টাফ রিপোর্টার ॥ বীর মুক্তিযোদ্ধা ফিল্যান্ড সাংবাদিক মোহাম্মদ আলী মমিন ডেঙ্গু মুক্ত হয়ে ছেলে বাসায় পর্যবেক্ষণে থাকাবস্থায় শরীরে নতুনভাবে জটিলতা দেখা দেয়। ১৮ অক্টোবর সকালে মুথতলীতে মারাত্বক জটিলতা সৃষ্টি হলে তাৎক্ষণিক তাকে ঢাকা ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অর্ধঘন্টা সফল অপারেশনের হয়। পরে গতকাল বৃহস্পতিবার পুর্ণাঙ্গ চেকআপ শেষে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে।
বিশেষজ্ঞ ডাক্তার প্রফেসর শোয়েব নোমানীর ১ মাস রেস্টের পরামর্শ দিয়েছেন। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন অসুস্থতার খবরে দেশবাসীর দোয়া, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যারা তাকে সাহায্য সহযোগীতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন।