স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের আমিরচান কমপ্লেক্সের সত্বাধিকারী আবুল কাশেমের পিতা বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মরহুম আমির আলীর জানাযা নামাজ শেষে গতকাল পারিবারিক কবরস্থানে দাফন করা করা হয়েছে। গতকাল সকাল ১১টায় মরহুমের নবীগঞ্জ উপজেলার গাবদেব গ্রামে নিজ বাড়িতে জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযায় ২ শহস্ত্রাধিক মুসল্লী অংশগ্রহণ করেন। জানাযা নামাজে নবীগঞ্জ-বাহুবল আসনের সাবেক এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়া, আওয়ামীলীগ নেতা শাহ নেওয়াজ মিলাদ গাজী, হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ জমির আলী, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শামীম আহছান, মোঃ ফজলুর রহমান ও হারুনুর রশীদ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মোঃ ফরিয়াদ, ইংল্যান্ড প্রবাসী নবীগঞ্জের কৃতি সন্তান বিশিষ্ট সমাজ সেবক মঈনুল আমিন বুলবুল, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি এমদাদুর রহমান মুকুল, উপজেলা জাতীয় পার্টির সভাপতি ডাঃ আবুল খয়ের, ইউপি চেয়ারম্যান আবুল খায়ের গোলাপ, নবীগঞ্জ পৌরসভার কাউন্সিলর সাবির আহমেদ চৌধুরী, রোটারিয়ান এম এ রাজ্জাক, রোটারিয়ান এডঃ আলমগীর ভূইয়া বাবুল, সাবেক এমপি খলিলুর রহমান চৌধুরীর পুত্র শামীম চৌধুরী, জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওঃ আনোয়ার আলী, সাবেক ইউপি চেয়ারম্যান আ.ক.ম ফখরুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, বিশিষ্ট ব্যবসায়ী কাজী কামরুল আহমেদ, ইংল্যান্ড প্রবাসী নাসেরুল আলম, ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী মাহবুবুর রশীদ লিটন, দৈনিক সমাচারের ভারপ্রাপ্ত সম্পাদক রাসেল চৌধুরী, এটিএন বাংলা প্রতিনিধি আব্দুল হালীম, বাসস প্রতিনিধি শাহ ফখরুজ্জামান, হবিগঞ্জ রোটারী ক্লাবের সাধারণ সম্পাদক বিশিষ্ট দন্ত চিকিৎসক ডাঃ আল আমিন সুমনসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
এর আগে মঙ্গলবার রাতে ইংল্যান্ড থেকে মরহুমের পুত্র আব্দুল ওয়াহাব মৃতদেহ নিয়ে শাহজালাল (রঃ) বিমান বন্দরে আসেন। গতকাল ভোরে মৃতদেহ ফ্রিজিং এ্যাম্বুলেন্স যোগে ঢাকা থেকে মরহুমের গ্রামের বাড়ি নবীগঞ্জ উপজেলার গাবদেব গ্রামের বাড়ি নিয়ে আসা হয়। এ সময় এক হৃদয় বিদারক অবস্থার সৃষ্টি হয়। খবর পেয়ে আত্মীয় স্বজন ও এলাকাবাসী মরহুম আমির আলীকে এক নজর দেখার জন্য বাড়িতে ভীড় জমায়।
উল্লেখ্য, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব আমির আলী ইংল্যান্ডের ম্যানচেষ্টারের একটি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় গত ১৮ জানুয়ারী সকালে ইন্তেকাল করেন।