স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলনে যোগ দিতে হবিগঞ্জের কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক, যুক্তরাজ্য আওয়ামী লীগ এর উপদেষ্টা মন্ডলীর সম্মানিত সদস্য, জাতীয় সংসদ নির্বাচনে বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ড. মোহাম্মদ শাহ নেওয়াজ এ্যামিরাত বিমান যোগে গতকাল মঙ্গলবার সকালে ঢাকা এসে পৌঁছেছেন। বাংলাদেশে অবস্থানকালীন সময় তিনি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন।