শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার ও ম্যাসেঞ্জার কর্মীদের চুক্তি নবায়ন, ৪ হাজার রিডিং ও চাকুরী নিয়মিত করণের দাবীতে ৩ দিনের কর্মবিরতি শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে সমিতির সদর দপ্তর শায়েস্তাগঞ্জে এ কর্মসূচি পালন করে মিটার রিডার ম্যাসেঞ্জার ঐক্য পরিষদ লীগ। সংগঠনের নেতৃবৃন্দ সমিতির সদর দপ্তরে অবস্থান নিলে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম (জিএস) আব্দুল হক আন্দোলনকারীদেরকে আলোচনায় বসে আন্দোলন প্রত্যাহারে দাবী জানান। মিটার রিডার ম্যাসেঞ্জার ঐক্য পরিষদ লীগের নেতৃবৃন্দ জানান, তাদের দাবী না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।