স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের খড়িয়া বিল নিয়ে দু’টি পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় সংঘর্ষের আশংকা করছেন এলাকাবাসী। এলাকার একটি মধ্যস্বত্বভোগি এমন অবস্থার সৃষ্টি করেছে। মঙ্গলবার দিবাগত রাতে এলাকার কতিপয় লোক বিলের পাহারাদারকে ধরে নিয়ে যায়। এ সময় বেশ কিছু মালামালও চুরি করে নিয়ে যায়। পরে পুলিশ গিয়ে পাহারাদারকে উদ্ধার করে। ইতিপূর্বেও বিলে জোরপূর্বক মাছ শিকারের ঘটনা ঘটেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে-তরঙ্গ মৎস্যজীবি সমবায় সমিতি ও রমজানপুর মৎস্যজীবি সমবায় সমিতি সরকারী অংশ লীজের জন্য আবেদন করে। উভয় সমিতির আবেদনের প্রেক্ষিতে মন্ত্রণালয় থেকে তরঙ্গ মৎস্যজীবি সমবায় সমিতিকে লীজ দেয়া হয়। এ লীজ গ্রহনের পর রমজানপুর মৎস্যজীবি সমবায় সমিতি হাইকোর্টে রীট করে ৬মাসের জন্য কার্যক্রম স্থগিত করে। পরবর্তীতে এ আদেশের বিরুদ্ধে তরঙ্গ মৎস্যজীবি সমবায় সমিতি সুপ্রিম কোর্টের মাধ্যমে স্থিতাবস্থার আদেশ পায় এবং এ সমিতিটি মাছ আহরণের কাজ শুরু করে। লীজপ্রাপ্ত তরঙ্গ মৎস্যজীবি সমবায় সমিতির লোকজন জানান-গত মঙ্গলবার দিবাগত রাতে উমরপুর গ্রামের নাছির উদ্দিন ও রমজানপুর মৎস্যজীবি সমবায় সমিতির সেক্রেটারী পবিত্র সহ ৫০/৬০ জন লোক বিলে জোরপূর্বক মাছ শিকার করতে যায়। এ সময় তরঙ্গ মৎস্যজীবি সমবায় সমিতির পাহারাদার কালিয়ারভাঙ্গা গ্রামের রেজান উল্লার ছেলে শরীফ বাধা দিলে তাকে অনুপ্রবেশকারীরা মারপিট করে ধরে নিয়ে যায়। এছাড়া বিলের মাছ আহরণের কাজে ব্যবহৃত নৌকাসহ অন্যান্য মালামালও তারা নিয়ে যায় বলে তরঙ্গ মৎস্যজীবি সমবায় সমিতির লোকজন জানান। পরদিন গতকাল সকালে নবীগঞ্জ থানার এসআই মিজানুর রহমান পাহারাদারকে উদ্ধার করেন। এ ব্যাপারে এসআই মিজানুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান-আমি যাওয়ার আগেই পাহারাদার তার মেম্বারের জিম্মায় চলে গিয়েছিল। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
উল্লেখ্য যে, এ ঘটনার কয়েকদিন আগেও তারা তরঙ্গ মৎস্যজীবি সমবায় সমিতির পাহারাদারকে মারধর করে জাল ও পাটিসহ অন্যান্য মালামাল ছিনিয়ে নিয়ে বিলে মাছ শিকার করে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় তরঙ্গ মৎস্যজীবি সমবায় সমিতির লোকদের মধ্যে উত্তেজনা দেখা দিলে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ব্যাপারে নবীগঞ্জ থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে বলে জানা গেছে। তবে এসআই মিজানুর রহমান এ বিষয়ে অবগত নন বলে জানান।