স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার রাজেন্দ্রপুর গ্রামে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ ৫ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। আহত সুত্রে জানা যায়, একই গ্রামের মিঠু দাসের সাথে সিন্টু দাসের শিশুর ঝগড়াকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কৃপেশ দাস (৩০), রতিশ দাস (৫০), জগদীশ দাস (২৫) ও মিঠু দাস (৩০) আহত হয়। তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।