চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে প্রতিপক্ষের হামলায় আজাদ মিয়া (২৬) নামে এক যুবক আহত হয়েছে। আহাত আজাদ মিয়া চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামের ইছাক আলীর পুত্র। সোমবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত ১০টার দিকে স্থানীয় শ্রীকুটা বাজারে আজাদ মিয়ার সাথে একই তার প্রতিবেশী গজম্বর আলীর পুত্র শাকিল মিয়া (১৯) এর সাথে তুচ্ছ বিষয় নিয়ে কথাকাটি হয়। বিষয়টি স্থানীয় মুরুব্বিরা নিষ্পত্তি করে দেন। পরে আজাদ মিয়া স্থানীয় মসজিদের পুকুরে যাওয়ার সময় শাকিল মিয়া ও তার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার উপর অতর্কিত হামলা চালায়। এসময় আজাদ মিয়ার চিৎকারে লোকজন ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। এতে আজাদ মিয়া গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।