নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা সীমান্তবর্তী বানিয়াচং থানার হলদারপুর এলাকার বৃদ্ধ আক্তার হোসেন তালুকদার (৭৫) গত ১৩ অক্টোবর বাড়ি থেকে চট্টগ্রাম মাইজভান্ডার মাজারে যাওয়ার ৫ দিন অতিবাহিত হলেও বাড়ি ফিরে না আসায় তার পরিবারের মধ্যে অস্বস্তি ও চরম আতংক দেখা দিয়েছে।
পরিবার সুত্রে জানা যায়, গত ১৩ অক্টোবর আক্তার হোসেন গ্রামের অন্যান্য লোকদের সাথে মাইজভান্ডার দরবার শরীফের ওরশ মোবারকে চট্টগ্রামের যান। ওরশ শেষ হওয়ার পর সঙ্গীয় লোকজন ওই বৃদ্ধাকে খোঁেজ না পাওয়ায় অনেক খোজাঁখুজির পর হতাশ করে বাড়ি ফিরে আসেন। এ খবরটি বৃদ্ধার বাড়িতে জানানোর পর পরিবারের লোকজন সম্ভাব্য বিভিন্ন স্থানে খোজাঁখুজিঁ করেও তার কোন সন্ধান পায়নি। ফলে পরিবারের লোকজন চরম উৎকন্ঠা ও হতাশার মধ্যে রয়েছেন।
এ ব্যাপারে তারা আইনশৃংখলা বাহিনীসহ সকলের সার্বিক সহযোগিতার আবেদন জানিয়েছেন।