স্টাফ রিপোর্টার ॥ খোয়াই নদী এবং বাইপাস সড়ক (পুরাতন রেললাইন)। এর মাঝেই হবিগঞ্জ শহর। জনসংখ্যা বৃদ্ধি এবং বিভিন্ন পেশাজীবীর ইচ্ছা থাকা সত্ত্বেও হবিগঞ্জ শহরে একটি সুন্দর বাসা নির্মাণের স্বপ্ন পূরণ হচ্ছিল না। অপরিকল্পিত নগরায়নের ফলে এ শহরে বসবাস করাও কঠিন হয়ে পড়ছিল। যারা এতদিন স্বপ্ন দেখছিলেন একটি পরিকল্পিত শহরের। তাদের জন্য নতুন আসার আলো নিয়ে এসেছেন হবিগঞ্জ-৩ আসনের এমপি এডভোকেট মোঃ আবু জাহির। তার প্রচেষ্টায় হবিগঞ্জে উপ-শহর প্রকল্প দ্রুত বাস্তবায়ন হতে যাচ্ছে। ইতোমধ্যে প্রকল্পটির প্রশাসনিক অনুমোদন সম্পন্ন হয়েছে। এটি তার আরেকটি বৈপ্লবিক উন্নয়ন কর্মকান্ড।
গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসাবে এমপি আবু জাহির হবিগঞ্জে উপ-শহর প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেন। তার প্রচেষ্টা ও কার্যকরী যোগাযোগের ফলে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সিনিয়র সহকারী প্রধান মহিতুর রহমান গত ২৭ সেপ্টেম্বর হবিগঞ্জ উপ-শহর প্রকল্পের প্রশাসনিক অনুমোদনপত্রে স্বাক্ষর করেন।
হবিগঞ্জ শহরতলীর ধুলিয়াখাল বিসিক শিল্পনগরীর পশ্চিমে বাইপাস সড়ক সংলগ্ন ১৬.৪৬ একর জমিতে উপ-শহর প্রকল্পটি বাস্তবায়ন হবে। ওই প্রকল্পে ছোট বড় ২ থেকে ৫ কাটা সাইজের ১৪৪টি প্লট হবে। এছাড়াও বাণিজ্যিক প্লট হিসাবে ২৬ কাটা, ফাট ভবনের জন্য ৩০ থেকে ৩১ কাটা, ১টি মসজিদ, ১টি খেলার মাঠ, একটি কবরস্থান, ১টি বিদ্যুতের সাব স্টেশন, ১টি ডিপ টিউবওয়েল, ১টি স্কুল ও গৃহায়ন অধিদপ্তরের একটি অফিস থাকবে। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উপ-বিভাগীয় প্রকৌশলী বাদল কুমার মন্ডল জানান, হবিগঞ্জ-৩ আসনের এমপি এডভোকেট মোঃ আবু জাহিরের প্রচেষ্টায় হবিগঞ্জে উপ শহর প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পের জন্য ১৯ কোটি ১৬ লাখ ৪৪ হাজার টাকা বাজেট প্রণয়ন করা হয়েছে। এর মাঝে জমির অধিগ্রহণ মূল্য হিসাবে ব্যয় হবে ৯ কোটি ১৩ লাখ টাকা। অবশিষ্ট টাকা ব্যয় হবে ভূমির উন্নয়নে।
বর্তমানে অধিগ্রহণের কাজ শুরু হয়েছে। এর পরপরই শুরু হবে ভূমি উন্নয়নের কাজ। তিনি আরও জানান, ২০১৭ সালের মাঝেই প্রকল্পে প্লট বরাদ্দের কার্যক্রম শুরু করা যাবে। ২০১৯ সালের মাঝে প্রকল্পের কাজ শেষ হবে। প্রাথমিকভাবে প্লটের কাটাপ্রতি মূল্য নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ১৫ হাজার টাকা। সরকারি, আধা সরকারি ও সায়ত্ব শাসিত কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, ক্ষতিগ্রস্ত ভূমির মালিক ও শিল্পীদের জন্য আলাদা কৌটার ব্যবস্থা থাকবে। আবেদনকারীদের মাঝে লটারীর মাধ্যমে প্লট বরাদ্দ হবে। তবে প্রকল্প এলাকার ১০ কিলোমিটারের মাঝে যদি কারও ভূমি থাকে তবে সে প্লট বরাদ্দের অযোগ্য হবে। তিনি আরও জানান, প্রকল্পটি হবে সুপরিকল্পিত। এর প্রধান সড়কের প্রস্ত হবে ৫০ ফুট এবং শাখা সড়কগুলো হবে ৩০ ফুট।
হবিগঞ্জ-৩ আসনের এমপি এডভোকেট মোঃ আবু জাহির জানান, এলাকার সন্তান এবং নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে সকল ক্ষেত্রেই উন্নয়ন করেছি। হবিগঞ্জবাসীর একটি প্রত্যাশা ছিল উপ-শহর প্রকল্প বাস্তবায়ন। ’৯৬ সালে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, তখন সাবেক অর্থমন্ত্রী শাহ্ এএমএস কিবরিয়া উপ-শহর প্রকল্প গ্রহণের উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় এসে প্রকল্পটি বাতিল করে দেয়। হবিগঞ্জ শহরে ক্রমবর্ধমান আবাসন চাহিদার প্রতি লক্ষ্য রেখে আমি নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে প্রকল্পটি গ্রহণ করি। যেহেতু বড় আয়াতনে আবাসন প্রকল্প গ্রহণ করতে হলে সময় সাপেক্ষ এবং একনেকের অনুমোদন প্রয়োজন, তাই ছোট আকারেই প্রকল্প শুরু হয়েছে। তবে চাহিদা যদি বেশি হয় তাহলে ওই প্রকল্পের ২য় পেইজ গ্রহণ করা হবে।
হবিগঞ্জের জেলা প্রশাসক সাবিনা আলম জানান, উপ-শহর প্রকল্পের অনুমোদনের কাগজ এখনও তিনি পাননি। চিঠি পেলে এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।