আমি ছিলাম ভীষণ দরিদ্র পরিবারের সন্তান। বলা বাহুল্য আমি স্বাভাবিকতার উর্ধ্বে সংগ্রামের বিনিময়ে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হই। যার মাধ্যমে আমি যথেষ্ট ক্ষমতা পেয়েছিলাম। অবশ্যই আমি চেয়েছিলাম স্কুলটিকে আমার নীতি অনুসারে গড়ে তুলতে। কিন্তু জীবনের শেষ প্রান্তে আমি অনুধাবন করতে পারি, আমার উদ্দেশ্য ভালো থাকলেও নীতিতে ভুল ছিল। যেমন আমি আমার ক্ষমতাকে অত্যন্ত কঠোরভাবে ব্যবহার করি। একটি প্রবাদ প্রচলিত আছে, “অল্প পানির মাছ যদি বেশী পানিতে যায়, সেই মাছ অতিরিক্ত নাড়াচাড়া করে”। আমারও হয়তো তাই হয়েছিল। তাই আমি অতিরিক্ত শাসক হয়ে গিয়েছিলাম। কোন ছাত্রের সামান্য অপরাধে বড় মনে করে কঠোর শাস্তি দিয়েছিলাম। যার ফলে সবাই না হলেও অনেক ছাত্রই ক্ষতিগ্রস্থ হয়েছিল। হয়তো আজ জীবনটাই তাদের এলোমেলো। কিন্তু আমি ভুলে গিয়েছিলাম আল্লাহও অনেক ও অসীম ক্ষমতাবান। একই সাথে আল্লাহ অসীম দয়াশীল, ক্ষমাশীল। বুঝতে পারছি আমি তখন দয়াশীল ও ক্ষমাশীল হতে পারিনি। যে কারনে আল্লাহ আমাকে শাস্তি দিয়েছেন। আমার বড় ছেলে স্কুলের প্রায় ক্লাশে প্রথম/দ্বিতীয় ছাত্র হওয়া সত্বেও আজ মানসিক বিকারগ্রস্থ, নেশাগ্রস্থ, পথের পাগল। আমার সেই সব প্রিয় ছাত্ররা যারা আমার কারনে ক্ষতিগ্রস্থ তাদের কাছে আমার মাফ চাওয়া ছাড়া আর কোন উপায় নেই। কারন আমার জীবনের শেষ প্রান্তে আমর পক্ষ থেকে সংশোধনের আর কোন উপায় নেই। তাই সেইসব ক্ষতিগ্রস্থ ছাত্রদের কাছে আমার বিশেষ এবং বিনীতভাবে অনুরোধ, আমি অবশ্যই তোমাদের কাছে একটি বাক্যজনিত শুদ্ধ শিক্ষা দিয়েছি। যার উপর ভিত্তি করে আমাকে তোমরা বাবার মতো মনে করে মাফ করে দিও।
উল্লেখ্য এ লেখাটি মহীউদ্দিন স্যারের মৃত্যুর আগে শিক্ষার্থীদের উদ্দেশ্য দেয়ার তার শেষ কথা। যা জানাযার নামাজে তার পুত্র ফুজায়েল উপস্থিত সকলকে শুনিয়েছেন।