প্রেস বিজ্ঞপ্তি ॥ লায়ন্স ক্লাব অব হবিগঞ্জের উদ্যোগে পৃথিবীব্যাপী ইন্টারন্যাশনাল লায়ন্স ডে ও অক্টোবর সার্ভিস উপলক্ষে হবিগঞ্জ জেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণ থেকে এক র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে হবিগঞ্জ শহরতলী রামপুরে হামিদা খয়ের চৌধুরী মাহমুদা খাতুন হাফিজা এতিমখানায় গ্রামবাসীর মাঝে গাছের চারা বিতরণ ও ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয় এবং উক্ত এতিমখানায় এতিমদের মাঝে খাদ্য, টুথ ব্রাশ, পেস্ট, নেইল কাটার বিতরণ করা হয়। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় লায়ন্স ক্লাব অব হবিগঞ্জের প্রেসিডেন্ট লায়ন ইঞ্জিনিয়ার মোহাম্মদ মনসুর রশীদ কাজলের সভাপতিত্বে ও সেক্রেটারী লায়ন এস এম আব্দুল আউয়ালের পরিচালনায় র্যালী শেষে স্থানীয় আরডি হলে পথ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন মোস্তাফা কামাল এমজেএফ ডিস্ট্রিক্ট গর্ভনর ডিস্ট্রিক্ট ৩১৫ বি ১ বাংলাদেশ। বিশেষ অতিথি ছিলেন লায়ন এ এস সালাউদ্দিন আহমেদ ইমিডিয়েট পাস্ট ডিস্ট্রিক্ট গর্ভনর ডিস্ট্রিক্ট ৩১৫ বি ১, লায়ন শফিকুল আযম ভূইয়া সুয়েব পাস্ট ডিস্ট্রিক্ট গর্ভনর ডিস্ট্রিক্ট ৩১৫ বি ১, লায়ন মজিবুল হক চুন্নু পাস্ট ডিস্ট্রিক্ট গর্ভনর ডিস্ট্রিক্ট ৩১৫ বি ১, লায়ন আবুল কালাম পাস্ট ডিস্ট্রিক্ট গর্ভনর ডিস্ট্রিক্ট ৩১৫ বি ১, লায়ন এডঃ কাজী একলাছুর রহমান সেকেন্ড ডিস্ট্রিক্ট গর্ভনর ডিস্ট্রিক্ট ৩১৫ বি ১, লায়ন সুলতান মাহমুদ কেবিনেট সেক্রেটারী, লায়ন মোঃ হাবিবুর রহমান কেবিনেট ট্রেজারার, অক্টোবর সার্ভিস এর চেয়ারম্যন লায়ন হেলেন আক্তার নাসরিন, রিজিউন চেয়াপারসন হেড কোয়াটার লায়ন দেওয়ান নাছিরুল হক, লায়ন মাকসুদা মাহমুদ নীলা কনভেনশন ট্রেজারার, লায়ন আবুল কাশেম, লায়ন আবুল কাশেম বাবু, লায়ন মোঃ ইব্রাহিম, সাবেক বিভাগীয় কমিশনার ফজলুর রহমান চৌধুরী, নাসিব কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট শফিকুল বারী আউয়াল, দেশজমিন পত্রিকার সম্পাদক মোঃ আলমগীর খান, মোঃ শাহ কামাল জেলা প্রতিনিধি চ্যানেল ২৬, আব্দুল করিম অবসরপ্রাপ্ত আর্মি ওয়ারেন্ট অফিসার, সিলেট এর লায়ন মনসুর আলম এর নেতৃত্বে ১০ জন লায়ন লিডার উপস্থিত ছিলেন। বিয়ানী বাজার ও পঞ্চখন্ড ক্লাবের লায়ন আলাউদ্দিন ও লায়ন হাসনাত এর নেতৃত্বে ৩০ জন লায়ন লিডার উপস্থিত হন। ভৈরব থেকে লায়ন ডাঃ বুলবুল আহমেদের নেতৃত্বে ৯ জন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্লাবের ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট লায়ন এড এস এম বজলুর রহমান, ভাইস প্রেসিডেন্ট লায়ন মোঃ রফিক মিয়া, লায়ন মোঃ লিটন মিয়া, জয়েন্ট সেক্রেটারী লায়ন মোহাম্মদ জালাল উদ্দিন, ট্রেজারার লায়ন মোঃ আব্দুল কাইয়ুম, টেইমার লায়ন রতিশ চন্দ্র দাশ, ডিরেক্টর লায়ন ডাঃ মোঃ আহমুদুর রহমান আব্দাল, লায়ন এডঃ নীলাদ্রী শেখর পুরকায়স্থ, লায়ন মোঃ মর্তুজ আলী, লায়ন মোঃ হিরাজ মিয়া, চার্টার মেম্বার লায়ন গাজী মোঃ মিজবাহ উদ্দিন, লায়ন মোঃ ফখরুল আলম বাবুল, লায়ন মোঃ আব্দুল আহাদ, লায়ন মোঃ মর্তুজা হাসান, লায়ন মোঃ আব্দুর রহমান, লায়ন এম এ আহাদ, লায়ন মোঃ লিয়াকত আলী খান, লায়ন আলহাজ্ব মুজাহিদ হুসেন চৌধুরী, লায়ন মোঃ কবির হোসেন, লায়ন মীর এ কে এম জামিলুন্নবী, মেম্বার লায়ন এম এ মুমিন চৌধুরী বুলবুল, লায়ন ইঞ্জিনিয়ার মোঃ জয়নাল উদ্দিন খান, লায়ন চৌধুরী মিজবাহুল বারী লিটন, লায়ন এম এ কাইয়ুম চৌধুরী ও লায়ন এডঃ অর্জুন চন্দ্র রায় উপস্থিত ছিলেন।