স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পইল গ্রামে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নজরুল ইসলাম (২০) নামে এক যুবক আহত হয়েছে। সে ওই গ্রামের ইদ্রিছ আলীর পুত্র। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ আধুকি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত নজরুল ইসলাম জানান, পইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাহেব আলীর সাথে তাদের বিরোধ চলে আসছিল। এর জের ধরে গতকাল সন্ধ্যা ৭টার দিকে সাহেব আলীর ভাই ছোরাব আলী, ভাতিজা সুজন, আপন ও জাহাঙ্গীর সহ একদল লোক তার উপর অতর্কিত হামলা চালায়। তাদের এলোপাতারি পিটুনিতে সে গুরুতর আহত হয়। এ সময় হামলাকারীরা তার নিকট থেকে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে যায় বলে জানায়। স্থানীয় লোকজন নজরুল ইসলমাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।