স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার সুরাবই প্রাইমারী স্কুলের নিকট আলপনা আক্তার (৫) নামের এক স্কুল ছাত্রী টমটমের ধাক্কায় গুরুতর আহত হয়েছে। সে ওই গ্রামের আলাই মিয়ার কন্যা। গতকাল সোমবার সন্ধ্যায় সড়কের পাশে খেলা করছিল। এ সময় একটি টমটম তাকে ধাক্কা দিলে সে রাস্তার পাশে ছিটকে পড়ে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। স্থানীয় লোকজন টমটমসহ চালককে আটক করেছে।