বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৮:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জ থানার ওসি কামালের অপসারণের দাবীতে ঝাড়ু মিছিল নবীগঞ্জ সবজি দোকানে আগুন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি আগামীকাল দিনারপুর কলেজে আসছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ পইল মাছের মেলায় প্যানেল চেয়ারম্যানকে হেনস্তা মাধবপুরে বিএনপির মিলন মেলা ॥ শিল্পপতি সৈয়দ ফয়সলকে প্রার্থী চান নেতাকর্মীরা নবীগঞ্জে তানহা জনি’র “কোমল হাতে স্নেহের পরশ” বইয়ের মোড়ক উন্মোচন চুনারুঘাট মুড়ারবন্দ ১২০ আউলিয়া মাজার শরীফে বার্ষিক ওরস শুরু নবীগঞ্জে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্টিত বানিয়াচঙ্গে বৈষম্য বিরোধী আন্দোলনে ৯ জন নিহতের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২৬৪ জনের বিরুদ্ধে অভিযোগ নবীগঞ্জ অইনগাঁও সড়ক লাখো মানুষের কান্না !

বানিয়াচংয়ে পূজামন্ডপ পরিদর্শনকালে এমপি মজিদ খান ধর্মীয় উৎসব সার্বিক ও সুন্দরভাবে পরিচালনায় সরকার তৎপর

  • আপডেট টাইম মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০১৬
  • ৪৯৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গ-আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মজিদ খান বলেছেন, আওয়ামীলীগ সরকারের আমলে বাংলাদেশের মানুষ শান্তিপূর্ণভাবে ধর্মীয় উৎসব পালন করতে পারে। সরকার জনগণের কল্যাণে দিনরাত কাজ করে দেশকে উন্নয়নের দিকে এগিযে নিয়ে যাচ্ছে। আমরা সরকারের প্রতিনিধি হিসেবে দিন-রাত পরিশ্রম করে জনগণের উন্নয়নে কাজ করে যাচ্ছি। ওই পূজা উৎসবের আনন্দকে উপভোগ করা জন্যে আমরা বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে ঘুরে পূজারির সাথে কুশল বিনিময়ের মাধ্যমে উৎসাহ প্রদান করছি।
গতকাল বানিয়াচং উপজেলার ১৩নং মন্দরী, ১২নং সুজাতপুর, ১৫নং পৈলারকান্দি ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনকালে এমপি আব্দুল মজিদ খান এসব কথা বলেন। তিনি আরও বলেন, ধর্মীয় উৎসব সার্বিক ও সুন্দরভাবে পরিচালনার জন্যে সরকার তৎপর রয়েছে। সরকার প্রত্যেকটি পূজা মণ্ডপে আর্থিকভাবে সহযোগিতা করছে।
এ সময় উপস্থিত ছিলেন, বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন খান, ইউপি চেয়ারম্যান শেখ শামছুল হক, ইউপি চেয়ারম্যান মোঃ আহাদ মিয়া, ইউপি চেয়ারম্যান মোঃ রেখাছ মিয়া, ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল কদ্দুছ শামীম, ইউপি ফজলুর রহমান খান, ইউপি চেয়ারম্যান শাহ সওকত আরেফীন সেলিম, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আসাদুজ্জামান খান, আওয়ামীলীগ নেতা প্রফুল্ল বৈষ্ণব, শামছুল হক তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আশরাফ সোহেল, সাধারণ সম্পাদক আশরাফ চৌধুরী বাবুল, ছাত্রলীগ সাধারণ সম্পাদক এমদাদুল হক শাহীন, সাবেক ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন খন্দকার, সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম পাশা, মন্দুরী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ ইদ্রীছ মিয়া, সাধারণ সম্পাদক এসএম জাহির, পৈলারকান্দি ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পীযূষ সূত্রধরসহ শাতাধিক নেতাকর্মী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com