স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ আঞ্চলিক আওয়ামী যুবলীগের উদ্যোগে সমাজ কল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী এমপিকে সংবর্ধনা প্রদান এবং ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
গতকাল দুপুরে শায়েস্তাগঞ্জ নতুনব্রীজ হক ফিলিং ষ্টেশনে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আঞ্চলিক যুবলীগ সভাপতি শহীদ উদ্দিন জিসনু, আঞ্চলিক যুবলীগের সাধারণ সম্পাদক সাবেক ইউপি মেম্বার মোঃ চাঁন্দ আলীর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথিকে আঞ্চলিক যুবলীগ কমিটির নেতৃবৃন্দরা ও অন্যান্য নেতৃবৃন্দরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এতে বিশেষ অতিথি ছিলেন-সাবেক মন্ত্রী মরহুম দেওয়ান ফরিদ গাজীর পুত্র মিল্লাত গাজী, হবিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি মোঃ আতাউর রহমান সেলিম, শ্রমিক নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ সজীব আলী, চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউ/পি মেম্বার আলহাজ্ব রজব আলী, চুনারুঘাট উপজেলা যুবলীগের সহ-সভাপতি হাসান চৌধুরী হিমশিম, সাধারণ সম্পাদক এম কে আনোয়ার, যুবলীগ নেতা মোঃ আব্দুল ওয়াহেদ, মোঃ বশির আহম্মেদ, আকবর আলী মেম্বার, হবিগঞ্জ সদর উপজেলা যুবলীগের সভাপতি ফজল উদ্দিন তালুকদার, সহ-সভাপতি মোঃ ফরিদ আহম্মদ প্রমুখ। এ সময় সমাজ কল্যাণ মন্ত্রীকে সংবর্ধনা প্রদান করায় তিনি সকল নেতৃবৃন্দকে ও হবিগঞ্জবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি এ সময় সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।