স্টাফ রিপোর্টার ॥ আলোচনা হয়, সিদ্ধান্ত হয়, কিন্তু বাস্তবায়ন হয়না। হবিগঞ্জ শহরকে যানজটমুক্ত করতে আইনশৃঙ্খলা কমিটির সভায় করণীয় সম্পর্কে আলোচনা হয়েছে। শহরকে যানজটমুক্ত করতে সকাল ৯ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত শহরে ট্রাকসহ ভারী যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা এবং যত্রতত্র টমটম পার্কিং বন্ধ করতে আলোচনা হয়। আলোচনা সভায় বাস্তবায়ন সংশ্লিষ্ট কর্মকর্তাও উপস্থিত থাকেন। কিন্তু বাস্তবে তা হচ্ছেনা। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও প্রতিদিন দেখা যায় চৌধুরী বাজার, বগলা বাজার, পুরান বাজারসহ শহরের ব্যস্ততম বিভিন্ন এলাকায় দিনের বেলায় ট্রাক লোড-আনলোড করা হচ্ছে। যত্রতত্র টমটম পার্কিং করে যাত্রী উঠানামা করা হচ্ছে। বাস্তবায়নকারী কর্তৃপক্ষ কতটুকু বাস্তবায়ন করছে ছবিটিই এর সাক্ষ্য দিচ্ছে।