প্রেস বিজ্ঞপ্তি ॥ পূজা ও উৎসব উদ্যাপন পরিষদ হবিগঞ্জ এর সভাপতি স্বপন লাল বণিক ও সাধারণ সম্পাদক এডঃ নারদ চন্দ্র গোপসহ কার্যকরী নেতৃবৃন্দ হবিগঞ্জ পৌর এলাকার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন।
গতকাল শনিবার রাতে শ্রী শ্রী গোপীনাথ জিউর আখড়া পূজা মন্ডপ পরিদর্শনকালে হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির এর সাথে পূজা ও উৎসব উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দ শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় এমপি আবু জাহির এবং পুজা ও উৎসব উদ্যাপন পরিষদ এর নেতৃবৃন্দ ওই এলাকার কয়েকটি পুজা মন্ডপ পরিদর্শন করেন। এতে পুজা ও উৎসব উদ্যাপন পরিষদ হবিগঞ্জ এর নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন, রতন কুমার সরকার, ডাঃ বিশ্বজিৎ আচার্য্য, অশোক রায়, রামেন্দ্র সরকার, স্বপন কুমার মজুমদার, সজল রায়, বিপ্লব রায় সুজন, পংকজ কান্তি দাস পল্লব, কৌশিক আচার্য্য পায়েল, রিপন গোপ, সজল ভট্রাচার্য্য, সুজন কুমার কুরী. চন্দন কুরী, রোমন রায়, লিটন দাস, সাগর কিশোর দাস, বিশ্বজিত পাল, সুভাষ আচার্য্য, দেবাশীষ রায় শুভ, অভিষেক রায় পিয়াল প্রমূখ।