বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
উৎসব মুখর পরিবেশে নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন ॥ এটিএম সালাম সভাপতি, ছনি চৌধুরী সম্পাদক চুনারুঘাটে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাটি কাটার মহোৎসব শহরে বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনায় সাবেক এমপি আবু জাহিরসহ ৭৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় লাবণ্য মেধা তালিকায় ২য় স্থান অর্জন করেছে সাংবাদিক আব্দুল হাকিমের ছোট ভাইয়ের ইন্তেকাল মোড়াকরি গ্রামে ইয়াবাসহ যুবক আটক শুভ বড়দিন আজ জমি অধিগ্রহণে ক্ষতিপূরণের ন্যায্য মূল্য পাওয়ার দাবি মালিকপক্ষের আজমিরীগঞ্জে ইউএনডিপি ৮৩টি নলকূপ বিতরণের তালিকা স্বজনপ্রীতির মাধ্যমে তৈরির অভিযোগ শায়েস্তাগঞ্জে খোয়াই নদীর বাঁধ ঝুঁকি পূর্ণ

হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের উন্নয়ন কার্যক্রম পরিদর্শনকালে এমপি আবু জাহির ২৫০ শয্যা বাস্তবায়নের পর এই হাসপাতালকে মেডিকেল কলেজে উন্নীত করা সম্ভব হবে

  • আপডেট টাইম বুধবার, ২২ জানুয়ারী, ২০১৪
  • ৪৮১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার। হবিগঞ্জ -লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির হবিগঞ্জ আধুনিক হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীত করণে নির্মানাধীন ১০ তলা ভবনের নির্মাণ কাজ যথাযত মান বজায় রেখে দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। গতকাল সকালে তিনি এই নির্মান কাজ পরির্দশন করেন। পরিদর্শনকালে এমপি আবু জাহির বলেন, হবিগঞ্জ জেলার ২২ লাখ জনতার চিকিৎসার আশার স্থল এই আধুনিক হাসপাতাল। কিন্তু হাসপাতালটি ১০০ শয্যার হওয়ায় বিশেষজ্ঞ ডাক্তারের পদ সংখ্যা কম থাকায় জনগন কাংখিত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়ে ঢাকা ও সিলেটে দৌড়াতে হয়। জনগনকে হয়রানী থেকে মুক্তি দিতে এলাকার সন্তান হিসাবে আমি আধুনিক হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীত করনের উদ্যোগ গ্রহণ করি। ইতোমধ্যে ১০ তলা ভবনের ৬তলা পর্যন্ত কাজ করার জন্য ১৮ কোটি টাকার কাজ শুরু হয়েছে। আরও ১০ কোটি টাকার মঞ্জুরী রয়েছে। হাসপাতালে তত্বাবধায়ক নিয়োগ করা হয়েছে। শীঘ্রই গাইনী, শিশুসহ সকল বিষয়ে সহযোগী অধ্যাপকসহ ৭০টি  ডাক্তারের পদ সৃষ্টি হবে। ২৫০ শয্যা বাস্তবায়নের পর এটিকে মেডিকেল কলেজে উন্নীত করা সম্ভব হবে।
পরিদর্শনকালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, গণপুর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ বদরুল আলম খান, আধুনিক হাসপাতালের আরএমও ডাঃ মোহসিন, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর চৌধুরী, সাবেক দপ্তর সম্পাদক অনুপ কুমার দেব মনা ও টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আলমগীর খান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com