নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে প্রতিপক্ষের নির্দয় হামলার শিকার হয়েছে এক যুবক। হামলাকারীরা তাকে লাথি দিয়ে ফুটবলের মতই খেলা করে আনন্দ করে। এ সময় ঘটনাটি প্রত্যক্ষ করে লোকজন ধাওয়া দিলে হামলাকারীরা তাকে রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায়। সে সিলেট মেডিকেলের বেডে কাতরাচ্ছে। হামলার শিকার যুবকরে নাম দিলাওর হোসেন রাজু (১৮)। তার বাড়ি কুর্শি ইউনয়নের দুর্লভপুর গ্রামে। সে দীর্ঘদিন ধরে সপরিবারের সিলেট বসবাস করে আসছে। নবীগঞ্জের জালাল সাফ গ্রামে সৈয়দ শাহ্ নূর (র:) এর মাজার জিয়ারত করতে এসে হামলার শিকার হয় রাজু। প্রত্যদর্শীরা জানান, গত রবিবার রাত অনুমান ২টার দিকে সৈয়দ শাহ্ নূর (র:) এর মাজারের সামনের রাস্তায় এক যুবকের কন্ঠে বাচাঁও বাচাঁও চিৎকার শুনে মাজারে আগত লোকজন এগিয়ে গেলে নজরে আসে একদল যুবক কিল ঘুষি আর লাথি মেরে আনন্দ মেতে উঠেছে। লোকজন তাদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে প্রথমে নবীগঞ্জ ও পরে সিলেট মেডিকেলে প্রেরণ করা হয়। মাজারে আগত রুস্তমপুর গ্রামের লিটন মিয়া জানান, কি বলব একটা ছেলেকে ২০/২৫ টা ছেলে এমনভাবে নির্যাতন করলো দেখে মনে হলো ওরা ফুটবল মাঠে যেন তাকে দিয়ে ফুটবল খেলা করছে। নির্যাতনের শিকার রাজুর মামা মোতাব্বির মিয়া জানান, আমার ভাগিনাকে পূর্ব বিরোধের জের ধরে ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে হামলা চালিয়ে গুরুতর আহত করেছে। এসময় সন্ত্রাসীরা তার মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে গেছে। হামলা নির্যাতনের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।