সোমবার, ৩১ মার্চ ২০২৫, ০২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে সাবেক ছাত্র নেতা সাকিন আহমেদের পক্ষ থেকে ছাত্রশিবিরকে মোটরসাইকেল প্রদান ঈদ আনন্দ নেই জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদ আজমত আলীর পরিবারে নবীগঞ্জে তারেক রহমানের পক্ষ থেকে শহীদ আজমত আলীর পরিবারকে ছাত্রদলের ঈদ উপহার প্রদান শায়েস্তাগঞ্জের মোতাব্বির হোসেন কাজল যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার বানিয়াচং উপজেলা যুবদলের ইফতার ও দোয়া মাহফিল নবীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা, ঈদ মোবারক ঈদগাহে ঈদের জামাত পড়া নিয়ে মতবিরোধ ॥ নবীগঞ্জে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু

নবীগঞ্জে কলেজ ছাত্রী তন্নী হত্যার প্রতিবাদে মানববন্ধন ॥ ১৮ দিনেও উদঘাটন হয়নি রহস্য প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি

  • আপডেট টাইম শুক্রবার, ৭ অক্টোবর, ২০১৬
  • ৫২২ বা পড়া হয়েছে

কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥
নবীগঞ্জে কলেজ ছাত্রী তন্নী হত্যাকাণ্ডের ১৮ দিন অতিবাহিত হলেও রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ। এমনকি কোন হত্যাকারীকেও ধরতে পারেনি পুলিশ। পুলিশ একের পর এক আশ্বাস দিলেও সাধারণ মানুষ আশ্বস্থ হতে পারছেনা। গতকাল বৃহস্পতিবার দুপুরে কলেজ ছাত্রী তন্নী হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। নবীগঞ্জ নাগরিক ঐক্য মঞ্চ এর ব্যানারে আয়োজিত মানববন্ধনে উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। নাগরিক ঐক্য মঞ্চের আহ্বায়ক ও নবীগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যাপক মুজিবুর রহমানের সভাপতিত্বে ও সংগঠনের সদস্য তনোজ রায়, প্রনব দেব, জাহাঙ্গীর বখত চৌধুরী, অলিউর রহমান অলি ও জাকির হোসেন চৌধুরীর যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, নবীগঞ্জ পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, নবীগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুল বাতেন খান, জাতীয় পার্টির সভাপতি শাহ আবুল খায়ের, সাধারন সম্পাদক মাহমুদ চৌধুরী, বিএনপি সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সেফু, হবিগঞ্জ জেলা বাসদের সমন্বয়কারী এডঃ জুনায়েদ আহমদ, চৌধুরী ফয়সল শোয়েব, ৬নং কুর্শি ইউপি চেয়ারম্যান আলী আহমদ মুসা, চেয়ারম্যান ছাইমুদ্দিন, জেলা বিএনপির সাবেক সভাপতি শফিকুর রহমান চৌধুরী ফারছু, তন্নী রায়ের বাবা বিমল রায়, ভাই বিভাষ রায় ভিবু, মামা ডাঃ সুনীল রায়, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ সভাপতি নারায়ন রায়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুখেন্দু রায় বাবুল, সাংবাদিক এম এ আহমদ আজাদ, উজ্জল দাশ, কৃষকলীগ সভাপতি এডঃ শাহানুর আলম ছানু, সাধারণ সম্পাদক বিকাশ রায়, উজ্জল দাশ, স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়ক আমিনুর রহমান সুমন, পৌর সভাপতি মাজহারুল ইসলাম অপু, মহিলা আওয়ামীলীগ সভাপতি দিলারা হোসেন, প্রভাষক অসীম কুমার রায়, সার্কেল এর পরিচালক সাইফুর রহমান খান, কবি আপ্তাব আল মাহমুদ, মাওঃ আব্দুর রকিব হক্কানী, সাংবাদিক কিবরিয়া চৌধুরী, এম মুজিবুর রহমান, জাকিরুল ইসলাম চৌধুরী, ছনি চৌধুরী, আব্দুল মুহিত রাসেল প্রমুখ।
pic-nabiganj-tonni

cwvyauwucuসভায় ৭দিনের আল্টিমেটাম দিয়ে বলা হয়, এর মধ্যে অপরাধীদের গ্রেফতার করা না হলে আগামী ১৩ অক্টোবর বিক্ষোভ মিছিল সহকারে ইউএনও অফিসের মাধ্যমে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হবে। মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করে দ্রুত বিচার সম্পন্ন করা এবং ২০ অক্টোবর মহা সমাবেশ করার ঘোষনা দেয়া হয়। এছাড়া সিলেটের কলেজ ছাত্রী খাদিজা উপর হামলার তীব্র নিন্দা জানানো হয়। মানববন্ধনে অংশগ্রহনকারী সংগঠনগুলো হলো, উইম্যান্স আইডিয়াল কলেজ, নবীগঞ্জ ডিগ্রী কলেজের ছাত্র-ছাত্রী, হোমল্যান্ড আইডিয়াল স্কুল এন্ড কলেজ, নবীগঞ্জ জে কে উচ্চ বিদ্যালয় এর ছাত্র ছাত্রীবৃন্দ, ইউকে আইসিটি, সার্কেল শিক্ষা প্রতিষ্ঠান, ফিউচার গ্র“প, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি, কুটিশ্বর দাশ স্মৃতি সাহিত্য পরিষদ, আনন্দ নিকেতন, সম্মিলিত নাগরিক সমাজ, রিলেশন টু পিপল, কেন্দ্রীয় সাহিত্য পরিষদ, তারুণ্য সামাজিক সংগঠন, লাল সবুজ সামাজিক, সাংস্কৃতিক সংস্থা থানা সিএনজির শ্রমিক সমিতি, ছাত্র উন্নয়ন পরিষদ, পল্লী সঞ্চয় ব্যাংক, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, আনন্দ প্রহর, রূপসি বাংলা পরিষদ, মানবাধিকার কমিশন, লোকনাথ সেবা সংঘ, টাউন ক্লাব ও নবীগঞ্জ গণপাঠাগার। সভায় নবীগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুল বাতেন খান অচিরেই আসামী গ্রেফতারের আশ্বাস দেন।
উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর কলেজ ছাত্রী তন্নী নিখোঁজ হবার ৩ দিন পর তার লাশ পার্শ্ববতী বরাক নদীতে বস্তাবন্দি অবস্থায় পাওয়া যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com