বাহুবল প্রতিনিধি ॥ ইয়াছিন নামে এক শিশু বাহুবল বাজার থেকে বাইসাইকেল চুরি করে পালিয়ে যাবার সময় জনতার হাতে ধরা পড়ে। পরে জনতা ওই শিশুকে ও তার গডফাদারকে উত্তম-মধ্যম দেয়। ঘটনাটি ঘটেছে গতকাল বিকেল ৪টার দিকে উপজেলার হাসপাতাল এলাকায়।
স্থানীয় লোকজন জানান, বাহুবল হাসপাতাল এলাকার বাসিন্দা পরিবার কল্যাণ সহকারি তপন কুমার দাশ এর পুত্র সপ্তম শ্রেণীর ছাত্র প্রতীক দাশ বাহুবল মডেল থানা সংলগ্ন বিজয় কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট-এর প্রশিক্ষণার্থী। গতকাল মঙ্গলবার দুপুরে প্রতীক দাশ একটি ছোট বাইসাইকেলে চড়ে এসে ওই প্রতিষ্ঠানের সামনে রেখে প্রশিক্ষণে যোগ দেয়। বেলা ৩টার দিকে প্রশিক্ষণ শেষে দেখতে পায় বাইসাইকেলটি নেই। তাৎক্ষণিক তার পরিবারের লোকজন সাইকেলটির সন্ধানে নামে। বেলা ৪টার দিকে স্থানীয় লোকজন দেখতে পায় ৭/৮ বছর বয়স্ক একটি ছেলে হাসপাতাল এলাকা দিয়ে সাইকেলেটি ঠেলে নিয়ে যাচ্ছে। লোকজনের সন্দেহ হলে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। এ সময় সে জানায়, সাইকেলটি সে বিজয় কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট-এর নিকটবর্তী স্থান থেকে নিয়ে এসেছে। স্থানীয় দৌলতপুর গ্রামের ইউসুফ নামে এক রিক্সা চালক তাকে সাইকেলটি এনে দেওয়ার জন্য একশ’ টাকা দিয়েছে। আগে সে আরো কয়েকটি সাইকেল চুরি করে রিক্সা চালক ইউসুফকে দিয়েছে। আটকের পর ওই শিশুর কাছে একটি বিশেষ চাবি পাওয়া যায়। এ চাবি দিয়ে বিভিন্ন প্রকার তালা খোলা সম্ভব। ওই শিশুর দেয় তথ্য মতে জনতা রিক্সা চালক ইউসুফকে খোজে বের করে। এ সময় সেও ঘটনা স্বীকার করলে জনতা তাদের উভয়কে উত্তম-মধ্যম দিয়ে স্বজনদের হাতে তোলে দেয়। ধৃত ওই কিশোরের নাম ইয়াছিন। সে মুদাহরপুর গ্রামের ফারুক মিয়ার পুত্র।